অস্ট্রেলিয়া দলে টিম ডেভিডকে সুযোগ দিতে চান ফিঞ্চ
প্রকাশিত: ৩০ মে ২০২২ ২২:০৩

নট আউট ডেস্ক: আইপিএলে দল খুব বেশি ছন্দে না থাকলেও নজড় কেড়েছিলেন ডেভিড৷ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে করেছেন বিধ্বংসী ব্যাটিং৷ আইপিএল থেকে শুধুমাত্র ভারতের খেলোয়াড় তৈরী হয় এমন নয়৷ অনেক দেশে খুজে পায় নিজেদের নতুন তারকা৷ আইপিএল পারফরম্যান্সে ডেভিড নজড় কেড়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের৷
আইপিলের পারফরম্যান্স নিয়ে ফিঞ্চ বলেন, 'হ্যাঁ, আমিও তাই মনে করি (অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়ার ব্যাপারে)। সে লম্বা সময় ধরে দারুণ ফর্মে আছে। আইপিএলের শেষভাগে সে অসাধারণ পারফর্ম করেছে।'
'সে খুবই বিধ্বংসী ক্রিকেটার। সে খুব দারুণ দক্ষতায় বল হাঁকাতে পারে। অনেকবারই সে এমনটা করেছে। সে ধারাবাহিকভাবে রান করেছে। এই ব্যাপারে আমরা অবশ্যই নজর রাখব।'
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: