ব্যাকফুটে থেকে চালকের আসনে নিউজিল্যান্ড
প্রকাশিত: ৪ জুন ২০২২ ১০:৩০

নট আউট ডেস্কঃ লর্ডস টেস্টের প্রথম দিনে মুড়ি মুড়কির মতো পড়েছিল উইকেট, দ্বিতীয় দিনের প্রথম সেশনেও যেটা ছিল অব্যাহত। আগের দিনের '১৭' উইকেটের পতনের সঙ্গে এদিন প্রথম সেশনেই হয়েছে ছয় খান উইকেটের ফয়সালা। তাতেই বড় লিড আর পাওয়া হলো না স্বাগতিক ইংল্যান্ডের। জবাবে কিউইদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ছিল প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। অবশ্য দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে এসেই বদলে যায় পুরো ম্যাচের দৃশ্যপট।
তাতেই ব্যাকফুটে থেকে একবারে চালকের আসনে এখন সফরকারী নিউজিল্যান্ড। অবশ্য এর পুরো কৃতিত্বটাই দুই কিউই ব্যাটার টম ব্যান্ডেল ও ড্যারিল মিচেলের। দু'জনের অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটিতে ২৩৬ রান তুলে দিনশেষ করে কিউইরা। লিড পেয়েছে ২২৭ রানের। সেঞ্চুরির দারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ব্যান্ডেল-মিচেল দু'জনই।
১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড, এদিন প্রথম ঘণ্টাতেই গুটিয়ে যায়। অবশ্য ততক্ষণে ৯ রানের লিড ও পেয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ১৩২ রানের বিপরীতে ১৪১ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে চারটি উইকেট নেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট তিনটি ও কাইল জেমিসন নেন দুইটি করে উইকেট।
৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা, কিউইদের শুরুটা ছিল প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানো নিউজিল্যান্ড, বোর্ডে ৫৬ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। এরপর দলের হাল ধরেন ড্যারিল মিচেল ও টম ব্যান্ডেল। পঞ্চম উইকেটে এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে কিউইরা। এরপর সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে কিউইদের রানের চাকা।
এই দু'জনের দৃঢ়তায় চা বিরতির আগে আর কোন উইকেট হারায়নি নিউজিল্যান্ড। দু'জন মিলেই গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। চা বিরতি থেকে ফিরে হাফ সেঞ্চুরি তুলে নেন টম ব্যান্ডেল, তাকে যোগ্য সঙ্গ দেওয়া ড্যারিল মিচেলও পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। এরপর বেশ কবার চেষ্টা করেও এই জুটি ভাঙতে পারেনি ইংলিশ পেসাররা। দু'জন মিলে গড়েন শতাধিক, দেড় শতাধিক রানের জোটও। তাতেই বড় লিড পেয়ে যায় কিউইরা।
গোধূলি লগ্নে দেখে শুনে খেলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে আসেন দু'জনই। ততক্ষনে অবশ্য কিউইদের লিডটাও পার করে দুইশোর ঘর। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলে দিন শেষ করে নিউজিল্যান্ড। ১১ চারে ড্যারিল মিচেল ৯৭ ও ১২ চারে ড্যারিল মিচেল অপরাজিত আছেন ৯০ রান করে। ইংল্যান্ডের পক্ষে দুইটি উইকেট নেন অভিষিক্ত ম্যাথিউ পটস।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: