ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কায় আইসিসি সভাপতি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২২ ২০:০৫

ক্রিকেটের টেস্ট সংস্করণ। ছবি সংগৃহীত ক্রিকেটের টেস্ট সংস্করণ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপক জনপ্রিয়তার কারনে অধিকাংশ তরুণ ক্রিকেটারের আগ্রহ নেই টেস্ট ফরম্যাটকে ঘিরে। টেস্ট ক্রিকেট নিয়ে শঙ্কা যেমন প্রবল হচ্ছে তেমনি সংক্ষিপ্ত ফরম্যাটকে ক্রিকেটের ভবিষ্যত হিসেবে দেখছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে।

বর্তমানে জনপ্রিয়তায় সবার উপরে থাকা আইপিএল ছাড়াও, বিগ ব্যাশ, পিএসএল, ভাইটালিটি ব্লাস্ট- প্রতি বছর এই জনপ্রিয় টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়। প্রতিবছর অনেক সুযোগ থাকার কারনে অনেকেই উপেক্ষা করতে দ্বিধাবোধ করে না জাতীয় দলকে।

তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটের প্রতি ভক্তদের আগ্রহ একটু বেশিই। তাই এসব টুর্নামেন্টে বেশি আগ্রহ দেখায় স্পন্সর প্রতিষ্ঠান। একই কারণে তুলনামূলক লাভের পরিমাণও বেড়ে যায়। তাই সীমিত অভারের ক্রিকেটের প্রতি সবারই বাড়তি ঝোক আছে।

বার্কলে বলেন, 'আপনারা যদি দেখেন ক্রিকেট যে কৌশলে এগোচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই যে, সাদা বলের ক্রিকেট বা সীমিত ওভারের ক্রিকেটই ক্রিকেটের ভবিষ্যৎ। এই খেলাই ভক্তরা খোঁজে। এখানেই সম্প্রচারকারীরা বিনিয়োগ করে। এভাবেই অর্থ উপার্জিত হয়।'

একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বার্কলে। কারণ টি-টোয়েন্টি লিগগুলো আয়োজন করতে অনেক সময় ব্যয় হয়। তাই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সূচি বের করা কঠিন হয়ে যায়। তাছাড়া প্রতি বছর আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হয়। যে কারণে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য সময় বের করা কঠিন হয়ে দাঁড়ায়।

আইসিসির সভাপতি বলেন, 'প্রতি বছর পুরুষ এবং নারী ক্রিকেটের টুর্নামেন্ট হচ্ছে এবং ঘরোয়া লিগগুলোর বৃদ্ধি পাচ্ছে এবং দ্বিপাক্ষিক ক্রিকেটের সংখ্যা কমে যাচ্ছে। তাই আমরা সবকিছু মেলানোর চেষ্টা করছি।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷