সুপার লিগে ভারতকে টপকালো আফগানিস্তান!
প্রকাশিত: ৬ জুন ২০২২ ০৬:৩৬

নট আউট ডেস্কঃ আইসিসির ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ‘তিন’ নম্বর অবস্থানে এখন আফগানিস্তান। গতকাল জিম্বাবুয়ের ঘরের মাঠে তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের ৬০ রানের ব্যবধানে হারিয়ে তালিকার তিনে উঠে এসেছে আফগানরা। এই জয় থেকে ১০ পয়েন্ট নিশ্চিত করা আফগানরা ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও অস্ট্রেলিয়ার উপরে উঠে গেছে। সুপার লিগের ১০ ম্যাচে ৮ জয় এবং ২ হারে তাদের পয়েন্ট এখন ৮০।
এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ক্যারিবিয়ানরা জিতেছে ৮টি ম্যাচ, পয়েন্ট ৮০। আফগানিস্তানের পয়েন্ট তাদের সমান হলেও আফগানদের নেট রান রেট ০.৪৯৭। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট -০.৭৫০। এছাড়াও, ১২ ম্যাচে ৮ জয়ে ৭৯ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান পাঁচে।
সমানসংখ্যক ম্যাচে ৭ জয় নিয়ে অজিদের পয়েন্ট ৭০, অবস্থান তালিকার ছয় নম্বরে।
অন্যদিকে, ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ হারে ১২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানটা এখনো ধরে রেখেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচ খেলে ইংলিশরা জয়ের দেখা পেয়েছে ৯টি ম্যাচে। উল্লেখ্য, সুপার লিগের শীর্ষ আট দল ভারতে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: