গতিকে কাজে লাগিয়ে শচীনকে আহত করার পরিকল্পনা ছিল শোয়েবের!
প্রকাশিত: ৬ জুন ২০২২ ১৯:৫৯

নট আউট ডেস্কঃ বিশ্বক্রিকেটে গতির বিচারে এখন পর্যন্ত সবার উপরেই রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার। ক্রিকেটের ইশ্বরখ্যাত ব্যাটসম্যান ছিলেন ভারতের শচীন টেন্ডুলকার। নিজের গতি দিয়ে এই ব্যাটারকে আহত করার পরিকল্পনা ছিল বলে জানান শোয়েব।
২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। করাচিতে তৃতীয় টেস্টে এমন পরিকল্পনা ছিল শোয়েবের।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতার বলেন, এটা আগে কখনো বলিনি। করাচি টেস্টে আমার লক্ষ্যই ছিল শচীনকে আহত করা। যে কোনো মূল্যে ওকে আঘাত করার ব্যাপারে বদ্ধপরিকর ছিলাম।
শোয়েব আখতার আরও বলেন, সেই ম্যাচে ইনজামাম-উল-হক আমাকে বারবার বলেছিল উইকেট টু উইকেট বল করতে। কিন্তু আমি শচীনকেই আঘাত করতে চেয়েছিলাম। একটা বাউন্সার ওর হেলমেটে লাগার পর মনে হয়েছিল, কাজ হয়ে গিয়েছে। কিন্তু পরে ভিডিও দেখে বুঝেছিলাম শচীন ঠিক মাথা বাঁচিয়ে নিয়েছিল।
পাকিস্তানের করা ২৪৫ রানের জবাবে প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৫৯৯ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ৬০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৬৫ রানে অলআউট হওয়া ভারত ম্যাচ হারে ৩৪১ রানে।করাচি টেস্টে দুর্দান্ত বোলিং করেছিলেন আব্দুল রাজ্জাক ও মোহাম্মদ আসিফ। দুই ইনিংসে তারা ৭টি করে উইকেট শিকার করেন।
সেই টেস্টে আসিফের বোলিং নিয়ে শোয়েব আখতার বলেন, আসিফের দাপটে ভারতের ব্যাটসম্যানরা উইকেটে কাঁপছিল। সেই টেস্টে আসিফ অসাধারণ বল করেছিল। অত ভালো বোলিং তার কাছ থেকে আমি খুব কমই দেখেছি।
অবশ্য সেই টেস্টে অনেক চেষ্টা করেও শোয়েব আখতার শচীনকে আউট করতে পারেননি। প্রথম ইনিংসে আবদুল রজ্জাকের শিকার হওয়ার আগে ২৩ আর দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আসিফের শিকার হওয়ার আগে ২৬ রান করেন শচীন।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: