ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

টেস্ট ক্রিকেটকে কেউ হারাতে পারবে নাঃ সৌরভ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জুন ২০২২ ২০:৫৩

ভারতীয় ক্রিকেটের প্রধান। ছবি সংগৃহীত ভারতীয় ক্রিকেটের প্রধান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সংক্ষিপ্ত ফরম্যাটের কারনে বড় প্রভাব পড়ছে সাদা পোষাকের ক্রিকেটে। এমন কথা বর্তমানে প্রচলিত ক্রিকেট পাড়াতে। সেই কথাতে একমত প্রকাশ করেছিলেন আইসিসির বর্তমান প্রধান গ্রেগ বার্কলে। তবে টেস্ট ক্রিকেটকে কেউ হারাতে পারবে না মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী। 

রোমাঞ্চের সবটুকু নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। নিউজিল্যান্ড বিপক্ষে লর্ডস টেস্টে শতক হাকিয়ে করেছেন সবচেয়ে কম  বয়সে সাদা পোষাকে দশ হাজার রান। দলকে জিতেছে পাঁচ উইকেটে। শুরুর দিন থেকে চতুর্থ দিন  হয়েছে মধুর লড়াই। এটাই আসল ক্রিকেট বলে টুইট করেন সৌরভ। 

লর্ডস টেস্ট শেষ হতেই সৌরভ টুইটে লেখেন, ‘যে কোনও ধরনের ক্রিকেট দেখো। যে কোনও রঙের জার্সি পরো। টেস্ট ক্রিকেটকে কেউ হারাতে পারবে না। কোনও তুলনাই হয় না। এই ফরম্যাটকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত।।’ এই টুইটে আইসিসিকে ট্যাগও করেছেন সৌরভ।

শনিবার বার্কলে টেস্ট সম্পর্কে বলেছিলেন, “খেলার অভিজ্ঞতা এবং অর্থের দিক থেকে দেখতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যে দেশগুলি আশা করে অনেক ম্যাচ খেলবে, বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে, তারা অত সুযোগ পাবে না। ম্যাচ কমবে। আগামী ১০ থেকে ১৫ বছরে টেস্ট ম্যাচ ক্রিকেটে বড় ভূমিকা নেবে কিন্তু খেলা কম হবে।” আইসিসি প্রধানের এই বক্তব্যের পরেই বিসিসিআই প্রধানের টুইট অন্য মাত্রা দিয়েছে।

টেস্টকে বলা হয়ে থাকে আভিজাত্যের সংস্করণ। বাস্তবতা হলো অনেক ক্রিকেটার রয়েছে বিশেষ করে উঠতি ক্রিকেটারদের খুব একটা আগ্রহ নেই লাল বলের ক্রিকেটে। শুধু তাই নয় জাতীয় দলে প্রতিষ্ঠিত হওয়া অনেক খেলোয়াড় এখনো অন্যদেশের লিগ খেলতে ইচ্ছুক হওয়ায় অবহেলা করে বসে জাতীয় দলকে। এমন পরিস্থিতে টেস্টের সূদুর ভবিষ্যত কতটুকু সুন্দর তার উত্তর ভবিষ্যতের জন্যই তুলে রাখা যাক।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷