অস্ট্রেলিয়া দলে ফিরলেন ওয়ার্নার-স্মিথরা
প্রকাশিত: ৭ জুন ২০২২ ০৬:৪৮

নট আউট ডেস্কঃ আগামীকাল থেকে (৭জুন) কলম্বোতে শুরু হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা। এদিকে প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে একদিন আগেই একাদশ প্রকাশ করেছে সফরকারীরা। যেখানে দীর্ঘদিন পর অজিরা দলে ফিরিয়েছে একঝাঁক তারকা ক্রিকেটারকে।
গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষেই ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভ স্মিথরা। গত এপ্রিলে পাকিস্তান সফরেও বিশ্রামে ছিলেন সবাই। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টিতে ফিরছেন তাঁরা।
এদিকে ঘোষিত একাদশে, অজিরা প্রাধান্য দিয়েছে পেসারদেরই। কলম্বোর প্রেমাদাসায় স্পিন সহায়ক উইকেট হলেও, অজিরা একাদশে রেখেছে মাত্র এক স্পিনার ও তিন পেসার। মূলত, গত কয়েকদিনের বৃষ্টিতে নিজেদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাই কলম্বোয় প্রথম টি-টোয়েন্টিতে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন অ্যাস্টন অ্যাগার।
অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টির একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও জস হ্যাজেলউড।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: