রাণীর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন টেলর
প্রকাশিত: ৭ জুন ২০২২ ০৭:৫০

নট আউট ডেস্কঃ কয়েকমাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রস টেলর। কিউই ক্রিকেটে তার অবদানের স্বীকৃতি স্বরূপ এবার ব্রিটিশ রাণী এলিজাবেথের জন্মদিনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রীয় অথিতি হয়ে নিউজিল্যান্ড অর্ডার অব মেরিটের (সিএনজেডএম) প্রতিনিধিদের সঙ্গে ইংল্যান্ডে যাবেন টেলর। রাণীর জন্মদিনে টেলরকে আমন্ত্রণ জানানোয় এক টুইট বার্তায় তাকে শুভেচ্ছা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
দেশটির ক্রিকেট বোর্ড টেলরকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছে, 'অভিনন্দন রস! ক্রিকেটে অবদান এবং প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায়কে সেবা করার জন্য রস টেলরকে স্বীকৃতি দেয়া হয়েছে, রানীর জন্মদিনে নিউজিল্যান্ড অর্ডার অব মেরিটের (সিএনজেডএম) সঙ্গে টেলরকে নিয়ে যাওয়া হচ্ছে।'
এ বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেলর। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে রঙিন পোশাকও তুলে রেখেছেন তিনি।
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ১০২ টি টি-টোয়েন্টি খেলেছেন টেলর। ওয়ানডেতে ২১টি সেঞ্চুরি ও ৫১টি হাফ সেঞ্চুরিতে তিনি রান করেছেন ৮ হাজার ৬০২। আর সাদা পোশাকে ১৯ সেঞ্চুরি আর ৩৫ হাফ সেঞ্চুরিতে টেলরের রান ৭ হাজার ৬৮৪।
এই দুই সংস্করণেই নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টি-টোয়েন্টিতে ৭টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৯০৯ রান করেছেন টেলর। ২০০৬ সালে অভিষেকের পর থেকে তিন সংস্করণেই দাপিয়ে বেড়িয়েছেন টেলর।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: