একাই দাঁড়িয়ে রুটের ব্যাট, দেখালেন জাদু!
প্রকাশিত: ৭ জুন ২০২২ ২১:২৮

নট আউট ডেস্কঃ ক্রিকেট মাঠে প্রায়শই মজার ও অদ্ভূতুরে ঘটনা ঘটে থাকে। আবার এমন অনেক ঘটনাই হয়ে যায় খবরের শিরোনাম। যেমনটা হয়েছে সদ্য সমাপ্ত লর্ডস টেস্টে, ইংলিশ তারকা ব্যাটার জো রুট ব্যাট হাতে জাদু দেখিয়ে। যা রীতমতো বিস্ময়কর ও অদ্ভূতুরে ঘটনার ও জন্ম দিয়েছে। লর্ডসে ইংলিশদের জেতানোর পাশাপাশি অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলার পথে জো রুট তার ব্যাটটি কোন কিছুর সংস্পর্শ ছাড়াই ক্রিজে দাঁড় করিয়ে রাখেন কিছু সময়ের জন্য! অবিশ্বাস্য সেই ঘটনার ভিডিও মূহুর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিউজিল্যান্ডের দেওয়া ২৭৭ রান তাড়ায় নেমে রুট তখন ৮৭ রানে ব্যাট করছিলেন। বল করছিলেন কিউই পেসার কাইল জেমিসন। তাঁর দৌড় শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন রুট। এমন মুহূর্তে ব্যাটটাকে উইকেটে দাঁড় করিয়ে হাত সরিয়ে নেন এই ইংলিশ ব্যাটার। অবিশ্বাস্যভাবে ব্যাটটি মাটিতে পড়ে না গিয়ে, ভারসাম্য রক্ষা করে ঠায় দাঁড়িয়ে থাকে! জেমিসন দৌড় শেষ করে বল করার আগমুহূর্তে ব্যাটটা আবার হাতে তুলে নেন রুট।
মূহুর্তেজ ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। নেট দুনিয়ায় আলোড়ন তোলা রুটকে, ভক্ত-সমর্থকরা আখ্যা দিচ্ছেন জাদুকর হিসেবে। ভক্তদের মতে, রুট নাকি জাদুবলেই ব্যাটটি কোনোকিছুর সংস্পর্শ ছাড়াই দাঁড় করিয়ে রেখেছিলেন।
অবশ্য রুটের ব্যাট দাঁড়িয়ে থাকার পেছনেও রয়েছে কারণ। ব্রিটিশ সংবাদ মাধ্যম যেটাকে বলছে বিজ্ঞান। এই রহস্য উন্মোচন করেন ইংলিশ দৈনিক ইভিনিং স্ট্যান্ডার্ডের ক্রিকেট প্রতিবেদক উইল ম্যাকফারসন। এক টুইটে তিনি জানান, সাধারণত ব্যাটের নিচের অংশ একটু বাঁকানো থাকে, তবে রুটের ব্যাটে সেটা একেবারে সমতল হওয়ায় এমনটা হয়েছে।
তবে সে যাই হোক, ক্রিকেট মাঠে এমন বিরল দৃশ্য আদৌ কখনো দেখা গেছে কি না, সে বিষয়ে সন্দেহ থাকছেই।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: