পরিসংখ্যানে আফ্রিকার চেয়ে এগিয়ে ভারত
প্রকাশিত: ৮ জুন ২০২২ ২৩:০৪

নট আউট ডেস্কঃ ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ শেষে আগামীকাল আন্তর্জাতিক সিরিজ খেলতে মাঠে নামছে ভারত। দক্ষিন আফ্রিকার বিপক্ষে নিজেদের মাটিতে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দলটি। একনজড়ে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান।
ভারত ও আফ্রিকা এখন পর্যন্ত কুড়ি ওভারের সংস্করণে মুখমুখি হয়েছে মোটে ১৫বার। যেখানে আফ্রিকার চেয়ে ভারতের সফতা বেশি। ভারতের ৯ জয়ের বিপরীতে আফ্রিকার জয় ৬টিতে।
এবারের পাঁচ ম্যাচ সিরিজে ব্যবধান অনেকটা কমানেরা সুযোগ রয়েছে আফ্রিকার। বিশ্রামে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের বেশকয়েকজন তারকা ক্রিকেটার। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে পাচ্ছে না স্বাগতিকরা। সিরিজে নেতৃত্ব থাকবে অভিজ্ঞ কে এল রাহুলের কাঁধে। দলটির ভারত বলে অবশ্য স্কোয়াড যাই হোক স্বস্তির কিছু নেই বিপক্ষ দলের।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ ৬ বার খেলা হয়েছে। এর মধ্যে রয়েছে এক ম্যাচ থেকে তিন ম্যাচের সিরিজ। ভারত এখনও পর্যন্ত ২০০৬-০৭, ২০১০-১১ এবং ২০১৭-১৮ সালে দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। যেখানে দক্ষিণ আফ্রিকা ২০১১-১২ এবং ২০১৫-১৬ সালে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। ২০১৯-২০ সালে দুই দেশের মধ্যে খেলা টি-টোয়েন্টি সিরিজটি ড্র হয়েছিল। প্রথমবারের মতো ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দুইবার ২০০-র বেশি স্কোর করেছে দক্ষিণ আফ্রিকার দল। ৩০ মার্চ ২০১২ সালে জোহানেসবার্গে প্রথমবারের মতো চার উইকেটে ২১৯ রান করেছিল তারা। ২০১৫ সালের ২ অক্টোবর ধর্মশালায় দ্বিতীয়বারের মতো তিন উইকেটে ২০০ রানের স্কোর করেছিল দক্ষিণ আফ্রিকা। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে জোহানেসবার্গে ভারত পাঁচ উইকেটে ২০৩ রান করেছিল।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: