ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

‘বিরাট কোহলি আমাদের’ ব্যাখ্যা দিলেন রিজওয়ান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জুন ২০২২ ২৩:১৬

বিরাট কোহলি ও মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত বিরাট কোহলি ও মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারত পাকিস্তান মানেই আলাদা লড়াই, মাঠে একপ্রকার স্নায়ুযুদ্ধ, সাধারণ দর্শকদের জন্য আলাদা অনন্দ। সমস্তকিছু মিলেই একপ্রকার প্রশান্তি। দিনশেষে ফুটে ওঠে ক্রিকেটের সৌন্দর্য। দুই দলের রাজনৈতিক পরিস্থিতি যতটা অস্থির হোক খেলোয়াড়দের মাঝে রয়েছে আলাদা রকম সম্প্রতি। সেই জায়গা থেকে পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেছিলেন, বিরাট কোহলি আমাদের’। এমন কথার পর কিছুটা বেড়েছিল আলোচনা সমালোচনা। তবে সমস্তকিছুর ব্যাখা দিয়েছে রিজওয়ান নিজেই। বৃহত্তর ক্রিকেট পরিবারের হয়ে এমন কথা বলেছিলেন বলে জানান রিজওয়ান। 

সংযুক্ত আরব  আমিরাতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। সে বারই প্রথম বিরাটের সঙ্গে দেখা হয় রিজওয়ানের। সেই সাক্ষাতের কথা এখনও ভুলতে পারেননি পাকিস্তানের উইকেটরক্ষক। তিনি বলেন, “প্রথম বার বিরাটের সঙ্গে দেখা। অন্যদের কাছে শুনেছিলাম, ও খুব আগ্রাসী। কিন্তু বিরাট যে ভাবে ম্যাচের আগে এবং পরে কথা বলছিল, তাতে আমি মুগ্ধ। যদি বলে থাকি, ‘আমাদের বিরাট কোহলী’, তা হলে বুঝতে হবে যে আমি বৃহত্তর ক্রিকেট পরিবারের হয়ে কথা বলছি।”

রিজওয়ান এটাও মনে করিয়ে দিয়েছেন যে, এই আন্তরিকতা শুধু মাত্র মাঠের বাইরেই। তিনি বলেন, “মাঠে ঢুকলে আমরা কেউই তারকা নই। সেখানে আমাদের মধ্যে কোনও আন্তরিকতা থাকে না। মাঠের বাইরে যখন আমরা দেখা করছি, তখন আমাদের মধ্যে ভালবাসা থাকে। আমাদের কিছু ক্রিকেটারের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনিরও দেখা হয়েছিল।”


টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম এবং রিজওয়ান ওপেন করতে নেমে জয়ের রান তুলে নেন। পাকিস্তানের বিরুদ্ধে হেরে বিশ্বকাপে বড় ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হেরে যায় তারা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেন বিরাটরা।

এই বছর এশিয়া কাপে ফের এক বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ২০১২ সাল থেকে। রাজনৈতিক টানাপড়েনের কারণে ১০ বছর ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয় শুধু মাত্র বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায়।

মাঠে যতই দুই দেশের ক্রিকেটারদের মধ্যে লড়াই চলুক, খেলা শেষ হলে যে তাঁরা একটা পরিবার হয়ে যান, সেটাই বুঝিয়ে দিলেন রিজওয়ান।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷