কোহলি যখন মলিন, রুট তখন উজ্জ্বল!
প্রকাশিত: ৯ জুন ২০২২ ০৫:২১

নট আউট স্টাফঃ বিশ্বক্রিকেটে সেরা ব্যাটারদের দুইজন ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জো রুট। দুই জনের ব্যাটে যেমন মুগ্ধতায় ছড়ায় ক্রিকেট প্রেমিদের মাঝে তেমনি দুজনকে দায়িত্ব ছাড়তে হয়েছে দলীয় ব্যর্থতা মেনে নিয়ে। নেতৃত্ব ছেড়ে বিরাটের ব্যর্থতা যখন পাহাড় সমান হচ্ছে তখন রুট উঠছে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে। লর্ডস টেস্টে শতক হাকিয়ে একদিকে দলকে জিতিয়েছে অপরদিকে পুরস্কার পেয়েছে আইসিসি থেকে।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ডানহাতি ব্যাটার। চতুর্থ স্থান থেকে অস্ট্রেলিয়ার স্মিথ ও নিউজিল্যান্ডের উইলিয়ামসনকে পেছনে ফেলে উঠে এলেন দুই নম্বরে। রুটের চেয়ে ১০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে অজি ব্যাটার মারনাস লাবুশেন। সর্বশেষ প্রকাশিত তালিকায় কোহলির অবস্থান দশে।
জো রুট অধিনায়ক হিসেবে ইংল্যান্ড ক্রিকেটে সেরাদের সেরা হলেও অ্যাশেজ ও উইন্ডিজ সিরিজে টানা ব্যর্থতার পর দায়িত্ব ছেড়েছিলেন সাদা পোষাকের। দায়িত্ব থাকাকালীন দলের প্রয়োজনে যেমন করেছেন বেশ কয়েকটি শতক তেমনি স্টোকস ও ম্যাককালামের প্রত্যাবর্তন রাঙ্গানোর মূল কারিগর হয়ে উঠলেন এই ইংলিশ ব্যাটার।
লর্ডসে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি করেনি জো রুট। ম্যাচ জয়ী শতকের আগে এই ব্যাটারের র্যাটিং পয়েন্টি ছিল ৮৪৩। বর্তমানে রেটিং পয়েন্ট ৮৮২। দশে থাকা কোহলির পয়েন্ট ৭৪২।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: