ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সহজ ম্যাচ কঠিন করে জিতল অস্ট্রেলিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুন ২০২২ ০৯:৫২

৩ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ছবি: গেটি ইমেজ ৩ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ টার্গেট ছিল অল্প, তবে এই সহজ লক্ষ্যটাই তাড়া করতে নেমে বিপাকে পড়েছিল সফরকারী অস্ট্রেলিয়া। লঙ্কান বোলারদের তোপে রীতিমতো হারের শঙ্কায় পড়েছিল অ্যারন ফিঞ্চের দল। শেষ পর্যন্ত ম্যাথু ওয়েডের দৃঢ়তায় হয়নি কোন অঘটন। প্রত্যাশিত জয়েই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিলো সফরকারী অস্ট্রেলিয়া। 

কলম্বোর প্রেমাদাসায় এদিন আগে ব্যাট করে, অজি পেসারদের তোপে মাত্র ১২৪ রান তুলতে পারে স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ঝড়ো শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। শেষ পর্যন্ত ওয়েডের অপরাজিত ২৬ রানের ইনিংসে ১৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পায় সফরকারীরা।

এদিন লঙ্কানদের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ফিঞ্চ-ওয়ার্নারের ব্যাটে ঝড়ো শুরু করে অস্ট্রেলিয়া। তবে দলীয় ৩৩ রানে অজি কাপ্তানকে ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৩ বলে ২৪ রান করে ফিরেন ফিঞ্চ। দ্বিতীয় উইকেটে মার্শকে নিয়ে দলীয় পঞ্চাশ পার করেন ওয়ার্নার। এরপরেই শুরু হয় লঙ্কান বোলারদের দাপট। ১১ রান করা মার্শকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ফের অজিদের ডেরায় আঘাত হানেন হাসারাঙ্গা। 

স্টিভ স্মিথও ফিরে যান দ্রুত। ম্যাক্সওয়েলের সঙ্গে ভুল বুঝাবুঝির শিকার হয়ে ২১ রানে ফিরেন ডেভিড ওয়ার্নারও। বিপাকে পড়া অজিদের হাল ধরেন ম্যাক্সওয়েল। মাঝে ৯ রান করে সাজঘরে ফিরেন স্টয়নিস। এরপর দলীয় ৯৯ রানের মাথায় জোড়া আঘাত হানেন হাসারাঙ্গা। তাতেই কাটা পড়েন ১৯ রান করা ম্যাক্সওয়েল ও অ্যাশটন অ্যাগার। দলীয় একশ পার করার আগেই ৭ উইকেট হারিয়ে, সহজ ম্যাচটাই কঠিন বানিয়ে ফেলে অজিরা।

এরপর একা হাতেই দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান ম্যাথু ওয়েড। অষ্টম উইকেটে তাকে যোগ্য সঙ্গ দেন রিচার্ডসন। শেষ পর্যন্ত দু'জনের অবিচ্ছিন্ন ২৭ রানের জোটে ৩ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। ২৬ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ম্যাথু ওয়েড। ২০ বলে অপরাজিত ৯ রান করেন রিচার্ডসন। শ্রীলঙ্কার পক্ষে একাই চারটি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে টস হেরে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে আসালাঙ্কার ব্যাট থেকে। কুশল মেন্ডিস করেন ৩৬ রান। এছাড়া অধিনায়ক দাসুন শানাকা ১৪ ও হাসারাঙ্গা করেন ১২ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ঝাই রিচার্ডসন নেন চারটি উইকেট। কেন রিচার্ডসনের শিকার তিনটি ও ম্যাক্সওয়েল নেন দু'টি উইকেট। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷