শচিনকে স্পর্শ করবে রুট, বিশ্বাস ওয়াটসনের
প্রকাশিত: ১০ জুন ২০২২ ০১:৩৩

নট আউট ডেস্কঃ বর্তমান সময়ে লাল বলের ক্রিকেটে নিজের সেরা সময় পার করছেন জো রুট। ইতোমধ্যেই দশ হাজার রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী এই ব্যাটারের ক্যারিয়ার আরও চার-পাঁচ বছর লম্বা হওয়াটা স্বাভাবিক। সবমিলিয়ে তিনি যদি ১৭০-১৮০ টি টেস্ট খেলতে পারেন তাহলে শচিন টেন্ডুলকার-রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙতে পারেন, এমনটাই ধারণা শেন ওয়াটসনের।
কয়েক দিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে দারুণ এক সেঞ্চুরিতে করেছেন রুট। কিউইদের বিপক্ষে এই ম্যাচে টেস্ট ইতিহাসের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে স্পর্শ করেছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। ১০ হাজারি ক্লাবে রুটই সবচেয়ে দ্রুততম। তার সময় লেগেছে ৯ বছর ১৭১ দিন। যেখানে তিনি পেছনে ফেলেছেন সাবেক সতীর্থ অ্যালিস্টার কুককে।
ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এই কুক। টেস্টে তার রান ১২ হাজার ৪৭২। একসময় ভাবা হচ্ছিল শচিন টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ডও ভেঙে ফেলবেন তিনি। তবে মাত্র ৩৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান কুক। তাতে অধরাই রয়ে গেছে শচিনের রেকর্ড। এবার রুটের সামনে সেই সুযোগ দেখছেন ওয়াটসন।
তিনি বলেন, 'সে যদি ১৭০-১৮০ টি টেস্ট খেলতে পারে তাহলে শচিন, পন্টিংয়ের কাছাকাছি চলে যাবে। সে এতটাই ভাল খেলছে যে, সে যে কারও রেকর্ড ছুঁতে পারে। অবশ্য, তার সামনে অনেক ক্রিকেট (ম্যাচ) রয়েছে, তাই আমি মনে করি সে খুব কাছাকাছি যেতে চলেছে।'
এদিকে ফ্যাব ফোরের বাকি তিনজনেরও এই রেকর্ড ভাঙার সামর্থ্য আছে বলে মনে করেন ওয়াটসন। তার মতে, বিরাট কোহলি কিংবা বাবর আজমদের সামনে এখনও অনেক সময় বাকি আছে। ক্যারিয়ারের বাকিটা জুড়ে তারা যদি ফর্ম ধরে রাখতে পারেন তাহলে তাদেরও সম্ভাবনা আছে।
ওয়াটস্ন বলেন, 'বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ এখনও পরবর্তী তিন থেকে চার বছর রান করতে পারে। আপনি কখনই বলতে পারেন না যে, তারাও সর্বকালের সেরা রান স্কোরারদের তালিকায় পৌঁছে যাবে কি না। আমরা খুবই ভাগ্যবান যে, গত ছয় থেকে সাত বছর ধরে বিশ্ব ক্রিকেটে এই চারজনকে পেয়েছি। তাদের সেরা সময়ে তাদের দেখতে পাওয়া সবসময় বিশেষ কিছু।'
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: