ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ন্যাটিংহাম টেস্টের প্রথম দিনটা কিউইদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২২ ১০:০৭

মিচেল-ব্যান্ডেল গড়েছেন ১৪৯ রানের জোট। ছবি: গেটি ইমেজ মিচেল-ব্যান্ডেল গড়েছেন ১৪৯ রানের জোট। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ন্যাটিংহাম টেস্টে ড্যারিল মিচেল ও টম ব্যান্ডেলের অবিচ্ছিন্ন ১৪৯ রানে ভর করে, বড় সংগ্রহের পথে সফরকারী নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কিউইরা তুলেছে ৩১৮ রান, হারিয়েছে চারটি উইকেট। সেঞ্চুরি পথেই রয়েছেন ড্যারিল মিচেল, হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টম ব্যান্ডেলও।

ট্রেন্ট ব্রিজে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে দুই ওপেনার অধিনায়ক টম ল্যাথাম ও উইল ইয়াং দলকে এনে দেন উড়ন্ত শুরু। উদ্বোধনী জুটিতে দু'জন মিলে যোগ করেন ৮৪ রান। তবে এরপরেই কিউই শিবিরে জোড়া আঘাত হানে ইংলিশরা। তাতেই সাজঘরে ফিরেন দুই কিউই ওপেনার। ৪৭ রান করা উইল ইয়াংকে ফিরিয়ে, স্বাগতিকদের দিনের প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক বেন স্টোকস। 

পরের বলেই ২৭ রান করা, কিউই অধিনায়ক টম ল্যাথামকে ফেরান জিমি অ্যান্ডারসন। দুই উইকেট হারিয়ে চাপে পড়া কিউইদের পথ দেখান ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। এই দু'জনের ব্যাটেই চাপ সামলে বড় সংগ্রহের পথে হাঁটে সফরকারীরা। তৃতীয় উইকেটে এই দু'জন মিলে যোগ করেন ৭৭ রান। এরপর ফের কিউইদের ডেরায় আঘাত হানেন বেন স্টোকস। 

৩০ রান করা নিকোলসের বিদায়ের পর, বেশিক্ষণ স্থায়ী হয়নি কনওয়ের ইনিংসও। দলীয় ১৬৯ রানে এই ব্যাক্তিগত ৪৬ রানে ফিরেন তিনি। এরপর ড্যারিল মিচেল ও টম ব্যান্ডেলের ব্যাটে চড়ে চা বিরতিতে যায় কিউইরা। বিরতি থেকে ফিরে দু'জন দ্রুত তুলতে থাকেন রান। আর তাতেই প্রথম দিনে কিউইদের সংগ্রহ পার ক্ক্রে তিনশো রানের গণ্ডি। হাফ সেঞ্চুরি তুলে নেন দু'জনই।

শতাধিক রানের জুটি গড়ে এই দু'জন, দিনটা নিজেদের করে নিয়েছেন। শেষ পর্যন্ত এই কিউইদের পঞ্চম উইকেট জুটি আর ভাঙতেই পারেনি ইংলিশরা। তাতেই অবিচ্ছিন্ন ১৪৯ রানের জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করে মিচেল ও ব্যান্ডেল। ৯ চার ও ২ ছক্কায় ১৪৭ বলে অপরাজিত ৮১ রানে আছেন ড্যারিল মিচেল। ৮ চারে ব্যান্ডেলের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন বেন স্টোকস ও জিমি অ্যান্ডারসন। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷