ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

‘খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখাই ভালো’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২২ ১৯:২০

পাকিস্তানি সাবেক অধিনায়ক। ছবি সংগৃহীত পাকিস্তানি সাবেক অধিনায়ক। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, রাজনীতিকে খেলাধুলা থেকে দূরে রাখাই ভালো।


খেলোয়াড়ি জীবনে ইমরান খান ও মিয়াঁদাদের মধ্যে বিরোধের খবর বহু পুরনো। খেলা ছেড়ে দেওয়ার এতদিন পরও দুই সাবেক পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে সেই বিরোধ দৃশ্যমান।

জাভেদ মিয়াঁদাদের অভিযোগ, ক্রিকেটে রাজনীতি টেনে আনছেন ইমরান খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেছেন, আমার সঙ্গে ইমরানের কোনো বিরোধ নেই। ওকে বলেছিলাম বিভাগীয় ক্রিকেট বন্ধ না করতে। আমার পরামর্শ ইমরান শোনেনি।

মিয়াঁদাদের দাবি, তিনি ইমরানের সঙ্গে থাকলে আরও ভালো কাজ হতে পারত। দুজনই সাবেক পাকিস্তান অধিনায়ক। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ১৯৯২ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন হয়েছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷