হারল সিরিজ, গুনল মোটা অঙ্কের জরিমানা!
প্রকাশিত: ১১ জুন ২০২২ ২৩:০৩

নট আউট ডেস্কঃ সময়টা এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না লঙ্কান ক্রিকেটের। একে ত দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় কোনঠাসা দেশটির অর্থনীতির চাকা, তার উপর লঙ্কান ক্রিকেটেরও বেহাল দশা। সবমিলিয়ে লঙ্কানদের পরিস্থিতিতে হয়েছে এমন, যেন ‘মড়ার উপর খাড়ার ঘা’। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়েও, ইতিমধ্যেই হেরেছে টি-টোয়েন্টি সিরিজ।
এবার সিরিজ হারার সঙ্গে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কবলে পড়ে লঙ্কান ক্রিকেটারদের ম্যাচ ফি'র ৪০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে। এক বিবৃতিতে গতকাল (শুক্রবার) লঙ্কানদের এই জরিমানার খবর শুনিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আইসিসির দেওয়া শাস্তি মেনেও নিয়েছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাই আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, গত বুধবার সিরিজ নির্ধারনী দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেটে হেরে সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে অজি বোলারদের তোপে মাত্র ১২৪ রানেই শেষ হয় লঙ্কানদের ইনিংস। জবাবে স্বাগতিক বোলারদের তোপে মাত্র ৯৯ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। তবে ম্যাথু ওয়েডের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আজ রাতে পাল্লাকেলেতে অজিদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: