শ্বাসরুদ্ধকর ম্যাচে নাজিবের ঝড়ে জিতল আফগানরা
প্রকাশিত: ১২ জুন ২০২২ ২১:৫২

নট আউট ডেস্কঃ একের পর এক ম্যাচ হেরেই চলছে জিম্বাবুয়ে। আফগান সিরিজেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দলটি। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর, টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছে হার দিয়ে। গতকাল (শনিবার) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুইয়ানরা লড়াকু ক্রিকেট খেললেও, শেষ পর্যন্ত পারেনি জিততে। নাজিবুল্লার ঝড়ো ব্যাটিংয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় সফরকারীরা।
হারারেতে জিম্বাবুয়ের দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, দুই ওপেনার উড়ন্ত সূচনা এনে দেয় আফগানিস্তানকে। উদ্বোধনী জুটিতেতে ৮০ রানের ঝড়ো জুটি গড়েন দুই ওপেনার গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। এরপরেই রায়ান বার্লের এক ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়।
ইনিংসের ১১তম ওভারে বল করতে এসেই, প্রথম দুই বলেই দুই ওপেনারকে ফেরান বার্ল। একই ওভারে ফেরান আরেক আফগান ব্যাটারকেও। এই ওভারেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ৮ চারে ২৪ বলে ৪৫ রান আসে জাজাইয়ের ব্যাট থেকে। ৩ চারে ৩৬ বলে ৩৩ রান করেন গুরবাজ। এরপর দলীয় একশ পার করতেই রাসুলীর উইকেট হারায় সফরকারীরা।
জয়ের জন্য শেষ ৪ ওভারে আফগানদের প্রয়োজন ছিল ৫৪ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা এই ম্যাচে, এরপর রীতিমতো ঝড় তোলেন নাজিবুল্লাহ জাদরান। আর তাতেই হারতে বসা ম্যাচে প্রাণ ফিরে পায় আফগানিস্তান। এরপর নাজিবুল্লাহর ঝড়ো ব্যাটিংয়েই ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় আফগানিস্তান। ২ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ঝড়ো ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন নাজিব। তাকে সঙ্গ দেওয়া অধিনায়ক মোহাম্মদ নাবী খেলেন ৩ চারে ৮ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস।
এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। দলের পক্ষে ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা। এছাড়া ২৪ বলে ৩২ রান করেন ওপেনার মাদভেরে। ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলেন চাকাভা। আফগানিস্তানের পক্ষে মাকসুদের শিকার তিনটি উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: