মিচেলের আক্ষেপ ‘১০’ রান, রান পাহাড়ে নিউজিল্যান্ড
প্রকাশিত: ১২ জুন ২০২২ ২৩:১৩

নট আউট ডেস্কঃ নটিংহ্যাম টেস্টে ড্যারিল মিচেল ও টম ব্ল্যান্ডেলের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে উঠেছে সফরকারী নিউজিল্যান্ড। ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা, মিচেল খেলেন ১৯০ রানের অনবদ্য এক ইনিংস। এছাড়া ব্ল্যান্ডেল খেলেন ১০৬ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৫৫৩ রানে থামে কিউইদের প্রথম ইনিংস। তাতেই অবশ্য নয়া এক মাইলফলকও ছুঁয়ে ফেলে সফরকারীরা।
২১ শতকে প্রথম কোন দল হিসেবে, ইংল্যান্ডের মাটিতে টস হেরে টেস্টে পাঁচশ রানের গণ্ডি পার করার অন্যন্য এক মাইলফলক স্পর্শ করে নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় দিনে জ্যাক ক্রোলির উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে ইংলিশরা। পিছিয়ে এখনো ৪৬৩ রানে।
ট্রেন্ট ব্রিজে প্রথম দিনেই রান পাহাড়ের ইঙ্গিত দিয়েছিল কিউইরা। আগের দিনের অবিচ্ছিন্ন ১৪৯ রানের জুটি নিয়ে, দ্বিতীয় দিন শুরু করা ড্যারিল মিচেল ও টম ব্ল্যান্ডেল শুরু থেকেই দ্রুত তুলতে থাকেন রান। আগের দিন হাফ সেঞ্চুরি পূর্ণ করা দু'জনই, প্রথম সেশনেই তুলে নেন সেঞ্চুরি। তবে এরপরেই ২৩৬ রানের ম্যারাথন এই জুটি ভাঙেন জ্যাক লিচ। ১০৬ রান করা ব্ল্যান্ডেলকে ফিরিয়ে ইংলিশদের দিনের প্রথম সাফল্য এনে দেন এই স্পিনার।
এরপর মিচেল ব্রেকওয়েলকে নিয়ে দলকে রান পাহাড়ের পথে রাখেন ড্যারিল মিচেল। দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। ৪৯ রান করা ব্রেকওয়েলের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর জেমিসন, সাউদিরাও ফিরেন দ্রুত। তবে দেড়শো রানের ইনিংস খেলা মিচেল তখনও ছুটছিলেন ডাবল সেঞ্চুরি দিকেই। দশম উইকেটে ট্রেন্ট বোল্টকে নিয়ে গড়েন ত্রিশোর্ধ্ব রানের জুটি। তাতেই দলীয় ৫৫০ রানের গণ্ডি পার করে নিউজিল্যান্ড।
ডাবল সেঞ্চুরির মোক্ষম সুযোগ পেলেও, ম্যাথিউ পটসের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মিচেল। তাতেই ১০ রানের আক্ষেপে অসাধারণ এক ইনিংসের করুণ সমাপ্তি হয় এই কিউই ব্যাটারের। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৫৫৩ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ২৩ চার ও ৪ ছক্কায় ১৯০ রানের ম্যারাথন ইনিংস খেলেন ড্যারিল মিচেল। বোল্ট অপরাজিত থাকেন ১৬ রান করে। ইংল্যান্ডের পক্ষে জিমি অ্যান্ডারসন নেন তিনটি উইকেট। বেন স্টোকস, জ্যাক লিচ ও ব্রডের শিকার দুইটি করে উইকেট।
৫৫৩ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে, শুরুতেই ওপেনার জ্যাক ক্রোলির উইকেট হারায় ইংলিশরা। এরপর অ্যালেক্স লিসকে নিয়ে দলের হাল ধরেন ওলি পোপ। দ্বিতীয় উইকেটে এই দু'জনের ব্যাট ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। গোধূলি লগ্নে হাফ সেঞ্চুরি তুলে নেন পোপ। শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৯০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: