ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

টেস্ট ক্রিকেটে মুলারিধরনের রেকর্ডে সঙ্গী বোল্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ০৪:২৬

ট্রেন্ট বোল্ট। ছবি সংগৃহীত ট্রেন্ট বোল্ট। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আভিজাত্যের সংস্করণে ১১ নম্বরে ব্যাটিং করাদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মরালিধরন। ব্যাট হাতে লঙ্কান তারকার রেকর্ডে ভাগ বসিয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ক্রিকেট ময়দানে দুজনে বল হাতে প্রতিপক্ষের জন্য সবসময় ভয়ঙ্কর হলেও ব্যাট হাতেও ছিলেন বিপদ থেকে রক্ষার কারিগর। 

মুরালিধরন ৬৮ টেস্টের ৯৮ ইনিংসে ১১ নম্বরে ব্যাটিং করে করেছিলেন ৬২৩ রান। সেই রান ৭৮ ইনিংসে স্পর্শ করেছেন বোল্ট। ট্রেন্ট বিজে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৮ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসের কল্যাণে এই রেকর্ডে ভাগ বসায় বোল্ট। দল অলআউট হওয়ায় নতুন রেকর্ড তৈরীতে অপক্ষো করতে হবে এই দ্রুতগতির বোলারকে।  

মুরালিধরনের ক্যারিয়ারে কোন অর্ধশতক না থাকলেও সেই আক্ষেপ নেই বোল্টের। মুরালিধরন-বোল্টের পর তৃতীয় অবস্থানে রয়েছেন টেস্ট ক্রিকেটে পেসারদের আইডল জেমস অ্যান্ডারসন। ক্যারিয়ার সেরা ৮২ রানের ইনিংসের পাশাপাশি মোট রান ৬০৯। 

চারে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ৯৭ টেস্টের ১২৮ ইনিংসে ৬০৩ রান করেছেন তিনি। এই পজিশনে সর্বোচ্চ ৬১ রানের ইনিংসও খেলেছেন এই অজি ব্যাটার। পাঁচে থাকা কোর্টনি ওয়ালস করেছেন ৫৫৩ রান।

১১ নম্বরে ৮০ টেস্টের ১২২ ইনিংসে ব্যাটিং করলেও কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি ওয়ালশ। এদিকে এই পাঁচজন ব্যতীত এই পজিশনে আরও কোনো ব্যাটারের পাঁচশ রান নেই।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷