গল টেস্ট উৎসর্গ করা হচ্ছে ওয়ার্নকে
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ২০:১১

নট আউট ডেস্ক: আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম টেস্টটি উৎসর্গ করা হচ্ছে অজি কিংবদন্তি শেন ওয়ার্নকে।
গত মার্চে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে থাইল্যান্ডে মৃত্যুবরণ করেছিলেন ওয়ার্ন। এরই মধ্যে জানা গেছে শ্রীলঙ্কার পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় সিরিজের প্রথম টেস্টে আমন্ত্রণ জানাবে ওয়ার্নের পরিবারকে।
এই সিরিজের দুটি টেস্টই অনুষ্ঠিত হবে গলে। ২৯ জুন থেকে শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট। আর সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই থেকে। চলবে ১২ জুলাই পর্যন্ত।
এর আগে লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। এই সিরিজটি শুরু হবে ১৪ জুন থেকে। এদিকে গলের মাঠে ওয়ার্ন দুটি টেস্ট খেলেছেন।
এর মধ্যে ১৯৯৯ সালে এক ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। রান বন্যার সেই ম্যাচটি অবশ্য ড্র হয়েছিল এরপর ২০০৪ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে আরেকটি টেস্ট খেলেন তিনি।
নিজের শেষ টেস্টে দুই ইনিংসে ৫ টি করে উইকেট নেন এই স্পিন কিংবদন্তি। আর সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ১৯৭ রানের বিশাল ব্যবধানে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: