ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মালিঙ্গাকে টপকালেন রশিদ, সামনে সাকিব-সাউদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ২১:২৩

রশিদ খান। ছবি সংগৃহীত রশিদ খান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ওয়ানডের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও আফগানিস্তানের দাপট চলছে। রবিবার হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছে মোহাম্মদ নবীরা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই আফগানরা টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল। আজকের ম্যাচে দুই উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গা টপকে গেলেন রশিদ খান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়েছিলেন লঙ্কান কিংবদন্তি মালিঙ্গা। ৬০ ম্যাচ খেলেই মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন রশিদ, তাঁর উইকেটসংখ্যা এখন ১০৮। রশিদের সামনে আছেন কেবল সাকিব আল হাসান ও টিম সাউদি।

৯৬ ম্যাচে ১১৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। আর টিম সাউদি ৯২ ম্যাচে শিকার করেছেন ১১১ উইকেট।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷