ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কিউই শিবিরে দুঃসংবাদ, পিঠের ব্যথায় ছিটকে গেলেন জেমিসন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ০৪:৫৪

কাইল জেমিসন। ছবি সংগৃহীত কাইল জেমিসন। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ট্রেন্টব্রিজ টেস্ট থেকে ছিটকে গেছেন কিউই পেসার কাইল জেমিসন। মূলত তৃতীয় দিনের খেলার ১৭তম ওভারে শেষ দিকে তিনি টিম ম্যানেজমেন্টকে জানান যে তিনি পিঠের নিচের দিকে তীক্ষ্ণ ব্যথা অনুভব করছেন। এর ফলে তার এমআরআই করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানাবে নিউজিল্যান্ড ক্রিকেট। অবশ্য বল হাতে দিনটি ভালো যায়নি কিউই বোলারদের। এদিন ইংল্যান্ড রান তুলেছে ৩৮৩।

জেমিসন নিজেও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। ওভারপ্রতি চার রানের বেশি করে দিয়েছেন তিনি। এক স্পেলে বোলিং করলেও কোনো উইকেট তুলে নিতে পারেননি তিনি।


অভিষেকের পর এতটা খরুচে ছিলেন না তিনি কখনই। জেমিসন অভিষেকের পর থেকেই নিউজিল্যান্ড দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন। তার অভিষেকের পর ১৭ টেস্ট খেলেছে নিউজিল্যান্ড।

এর মধ্যে কেবল একটি টেস্টে ছিলেন না জেমিসন। ১৬ টেস্টের ক্যারিয়ারে তার বোলিং গড় ২০ এর নিচে। এদিকে চলতি সিরিজের প্রথম টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন জেমিসন।

যদিও সেই ম্যাচে ৫ উইকেটে হেরেছিল কিউইরা। সিরিজের শেষ টেস্টে জেমিসন খেলতে না পারলে তার বদলি হিসেবে খেলতে পারেন নেইল ওয়েগনার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷