পাকিস্তানে হারের শিক্ষা বাংলাদেশ সিরিজে কাজে লাগাতে চান পুরান
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ২৩:৪৪

নট আউট ডেস্কঃ বাংলাদেশ দল যেদিন উইন্ডিজ সফরের যাত্রা শুরু করে সেদিন উইন্ডিজ ওয়ানডে দল তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পৌছেছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ মোটেও সুখকর হয়নি। হারের ব্যবধান ৩-০। বিদেশ সফরের ব্যর্থতা ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে পুষিয়ে নিতে চান উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।
বাংলাদেশ ২০১৮ সালে সর্বশেষ উইন্ডিজ সফর করেছিল। এবারের সিরিজে সেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা। ইতোমধ্যেই তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ।
১৬ জুন শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। সেখানে থাকছেন না পুরান। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ তাঁর নেতৃত্বেই খেলবে স্বাগতিকরা।
বাংলাদেশ সিরিজ প্রসঙ্গে পুরান বলেন, 'শেষ দুটি ম্যাচ আমাদের জন্য কিছুটা হতাশার। তবে আমরা দল হিসেবে মন্দ করিনি। আমরা পাকিস্তানের মাটিতে এই সিরিজ থেকে অনেক কিছুই শিখেছি। আর কদিন পরেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবে। আমরা এই সিরিজটির দিকে চেয়ে আছি।'
'আশা করি, পাকিস্তানের বিপক্ষে সিরিজে অনেক শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে। উইকেট নিতে হবে, রান করতে হবে, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। টেস্ট দলকে আমি শুভকামনা জানাই। বাংলাদেশের বিপক্ষে আবারও সিরিজ জয়ের অপেক্ষায় আছি আমি।'
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: