সাবেক ক্রিকেটার-আম্পায়ারদের পেনশন বাড়ালো ভারত
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ০০:৪৮

নট আউট ডেস্কঃ নতুন রেকর্ড গড়ে আইপিএলের টিভিস্বত্ব বিক্রির পরপরই সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলতি মাস থেকেই বাড়তি পেনশন পাবেন সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা।
এই ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ জন ব্যক্তিত্ব এর সুবিধা পাবেন। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন।’
বেতন বাড়তে যাচ্ছে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটারদের। শুধু তাদেরই নয়, পেনশন বাড়তে যাচ্ছে সাবেক ক্রিকেটার এবং আম্পায়ারদেরও। ১৩ ই জুন সোমবার এমনটাই ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
প্রথম শ্রেণির ক্রিকেটে যে ক্রিকেটাররা ১৫ হাজার ভারতীয় রুপি পেতেন, এখন থেকে তারা পাবেন ৩০ হাজার রুপি। সাবেক টেস্ট ক্রিকেটারদের মধ্যে পেনশনে যারা ৩৭,৫০০ রুপি পেনশন পেতেন, তারা পাবেন ৬০ হাজার রুপি।
আর যারা পেনশনে ৫০ হাজার রুপি পেতেন, তারা পাবেন ৭০ হাজার রুপি। এ ছাড়া ২০০৩ সালের আগে যেসব ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে গেছেন তারা ২২,৫০০ রুপির পরিবর্তে পাবেন ৪৫ হাজার রুপি।
প্রমিলা ক্রিকেটে যেসব ক্রিকেটার ৩০ হাজার রুপি পেতেন, তারা পাবেন ৫২ হাজার ৫০০ রুপি। ক্রিকেটারদের ম্যাচ ফি, বেতন ও পেনশনের পাশাপাশি ভারতের আম্পায়ারদেরও বেতন বাড়াতে যাচ্ছে বিসিসিআই।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: