বেশি ক্রিকেট খেললে ছন্দ হারাবে, গ্রাস করবে মানসিক অবসাদ
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ১৬:৫৬

নট আউট ডেস্ক: বর্তমান ক্রিকেট বিশ্বে সময়ের অন্যতম প্রশ্ন রুট কি পারবেন গ্রেট শচীনের রেকর্ড ভেঙে নিজেকে সবার প্রথমে নিয়ে যেতে৷ প্রশ্ন যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক সেটা বিচার করা কোনভাবেই ঠিক হবে না৷ যার কাছে যা মনে হয় তাই বলবেন এটিই স্বাভাবিক৷ সাবেকদের কেউ বলে পারবে, কেউ বলে কাছাকাছি যাবে৷ এমন প্রশ্নে মধ্যপন্থা অবলম্বন করেছেন ভারত কিংবদন্তি সুনীল গাভাস্কার৷ তিনি অপেক্ষা করতে চান আরও কয়েকবছর৷
রুটের রান সংখ্যা বর্তমানে ১০২০২৷ এ পর্যায় থেকে নতুন রেকর্ড গড়া বাস্তবিক অর্থে কঠিন তা কিছুটা পরিস্কার করেছেন সবার আগে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা গাভাস্কার৷, ‘এটা অনতিক্রম্য এক রেকর্ড। কারণ, আমরা আরও প্রায় ৬০০০ রান হওয়ার কথা ভাবছি। যার মানে আগামী ৮ বছরে তাকে ১০০০ বা ৮০০ করে রান করতে হবে।’
রুটের বর্তমান বয়স সবে মাত্র ৩১৷ সেদিক বিবেচনায় গাভাস্কার বলেন, ‘জো রুটের পক্ষে বয়স আছে। সে যদি ছন্দ আর এখনকার উদ্দীপনা ধরে রাখতে পারে, তাহলে রেকর্ডটা ভাঙলেও ভাঙতে পারে৷
গাভাস্কার উদাহরণ হিসেবে টেনে এনেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুককে। একটা সময়ে কুককেই মনে করা হতো টেন্ডুলকারের রেকর্ডের হুমকি। ১৬১ টেস্টে ১২,৪৭২ রান করে অবসর নিয়েছেন কুক। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন পঞ্চম স্থানে। টেন্ডুলকার আর তাঁর মাঝে রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়ের অবস্থান।
গাভাস্কার বলেছেন, ‘অ্যালিস্টার কুক অবসর নিয়েছে। কিন্তু সে এখনো প্রথম শ্রেণির ক্রিকেট খেলছে। আপনি যদি বেশি ক্রিকেট খেলেন, তাহলে ছন্দ হারাবেন। কারণ, মানসিক অবসাদ এসে যাবে। রুট ১৫০ প্লাস রান করে যাচ্ছে। এটা তার মানসিক ও শারীরিক শক্তির ওপর প্রভাব ফেলবে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: