ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সিরিজ হারের সঙ্গে জোড়া ধাক্কা কিউই শিবিরে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ২১:৪১

ব্যাক ইনজুরিতে পড়েছেন জেমিসন। ফাইল ছবি ব্যাক ইনজুরিতে পড়েছেন জেমিসন। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ নটিংহ্যাম টেস্টে এগিয়ে থেকেও, জনি বেয়ারেস্টোর অতিমানবীয় সেঞ্চুরিতে হেরেছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বেন স্টোকসের দল। এদিকে সিরিজ হারের সঙ্গে জোড়া ধাক্কা খেয়েছে কিউইরা। চোটে পড়ে ইংল্যান্ড সফর শেষ কিউই তারকা পেস বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন ও ক্যাম ফ্লেচারের। এর আগে লর্ডস টেস্টে চোটে পড়ে পুরো ইংল্যান্ড সিরিজ শেষ হয়ে যায় তারকা অলরাউন্ডার কলিন ডি গ্র‍্যান্ডহোমের।

নটিংহ্যাম টেস্টের তৃতীয় দিনেই কোমরের ইনজুরিতে পড়েছিলেন জেমিসন। এদিকে দলের সঙ্গে থাকা উইকেটরক্ষক ব্যাটার ক্যাম ফ্লেচারও পড়েছেন চোটে। যদিও এখন কিউইদের হয়ে জাতীয় দলে অভিষেকই হয়নি তাঁর। তবে 'গ্রেড টু' হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। তাই এই সফরে আর তাকেও পাচ্ছে না কিউইরা। 

চোটে পড়া জেমিসনের সুস্থ হয়ে ফিরতে অন্তত সময় লাগবে মাস দুয়েকের বেশি। চোট নিয়েই দলের প্রয়োজনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও, করেননি বল। এদিকে কিউই কোচ গ্যারি স্টিভ জানিয়েছেন, আপাতত চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকবেন জেমিসন। এরপর শুরু হবে এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া। তাই আগামী সেপ্টেম্বরের আগে এই পেসারের মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে জেমিসনের বদলে কিউই স্কোয়াডে ডাক পেয়েছেন ব্লিয়ার টিকনার। তৃতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি। অন্যদিকে ফিল্ডিংয়ে চোট পাওয়া ফ্লেচারের মাঠে ফিরতে সময় লাগবে অন্তত দেড় থেকে দুই মাস। তাই তার পরিবর্তে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ড্যান ক্লেভার।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷