সিংহাসন পুনরুদ্ধার রুটের!
প্রকাশিত: ১৬ জুন ২০২২ ০২:০৭

নট আউট ডেস্কঃ ২০২১ সালের সেপ্টেম্বরের পর আবারও আইসিসি টেস্ট র্যাংঙ্কিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন তারকা ইংলিশ ব্যাটার জো রুট। পেছনে ফেলেছেন অজি তারকা মার্নাস ল্যাবুশেনকে। চলমান কিউই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন রুট, শেষ হওয়া প্রথম দুই টেস্টেই তিনি হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি। আর তাতেই সুখবর মেলে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়া রুটের।
লর্ডসে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী ১১৫ রানের ইনিংস খেলেন রুট। তাতেই দুই ধাপ এগিয়ে রুট উঠে আসেন তালিকার দুইয়ে। নটিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টেও রুট ছিলেন অনবদ্য। প্রথম ইনিংসে খেলেন ১৭৬ রানের ইনিংস। তাতেই শীর্ষে থাকা ল্যাবুশুনের সঙ্গে ১০ রেটিংয়ের ফারাক থাকলেও এখন, এই অজি তারকার চাইতে ৫ রেটিং পয়েন্ট বেশি নিয়েই শীর্ষে উঠে আসেন রুট।
বর্তমানে জো রুটের রেটিং এখন ৮৯৭, অন্যদিকে ৮৯২ রেটিং নিয়ে টেবিলের দুইয়ে নেমেছেন মার্নাস ল্যাবুশেন। এদিকে পরিবর্তন হয়নি শীর্ষ পাঁচে থাকা বাকি তিন জনের। যথাক্রমে এই তালিকায় আছেন স্টিভ স্মিথ, বাবর আজম ও কেন উইলিয়ামসন। শীর্ষ দশে আছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি।
এদিকে ট্রেন্ট ব্রিজে অবিশ্বাস্য ইনিংস খেলা ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারেস্টো এগিয়েছেন ১৩ ধাপ। ট্রেন্ট ব্রিজে ৭৭ বলে সেঞ্চুরির পর, ৯২ বলে ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বেয়ারেস্টো। বর্তমান এই ইংলিশ ব্যাটার আছেন ৩৯তম স্থানে। এদিকে ট্রেন্ট ব্রিজে বেয়ারেস্টো যদি হন ইংল্যান্ডের জয়ের নায়ক, তাহলে পার্শ্বনায়কের ভূমিকায় নিঃসন্দেহে থাকবেন বেন স্টোকস। ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলা ইংলিশ অধিনায়ক এগিয়েছেন পাঁচ ধাপ। বর্তমানে তার অবস্থান তালিকার ২২-এ।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: