করোনা আক্রান্ত মার্করামের ভারত সফর শেষ
প্রকাশিত: ১৬ জুন ২০২২ ২২:৩১

নট আউট ডেস্ক: ভারতীয় দলের বিপক্ষে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল৷ পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে ২-১ ব্যবধানে৷ এমন সময় খারাপ সময় বিস্তার করেছে দলটিতে৷ করোনা আক্রান্ত হয়েছেন এইডেন মার্করাম। ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না এই ব্যাটারকে৷ এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন কুইন্টন ডি কক। এই বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
যদিও সিরিজের শুরুর ভাগেই করোনা আক্রান্ত হন মার্করাম। তবুও শেষ দুই ম্যাচে তাকে পাওয়ার আসা করেছিল দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। প্রায় এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকলেও এখনও করোনা নেগেটিভ হননি মার্করাম। যার কারণে শেষ দুই ম্যাচে তাকে আর বিবেচনা করতে পারছে না দক্ষিণ আফ্রিকা।
সিএসএ তাদের বিবৃতিতে বলেছে, 'টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে থাকছে না মার্করাম। গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়ার পর এক সপ্তাহ আইসোলেশনে ছিলেন তিনি। শেষ দুই ম্যাচের আগে সে দলে যোগ দিতে পারছে না।'
মার্করামকে হারালেও সুসংবাদ আছে প্রোটিয়া শিবিরের জন্য। সিরিজের পরের দুই ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে উঠেছেন দলটির তারকা উইকেটরক্ষক ডি কক। শেষ দুই ম্যাচে খেলার মতো ফিট তিনি।
ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি ডি কক। তার বদলে দলে জায়গা পেয়েছিলেন আরেক উইকেটরক্ষক ব্যাটার হেনরিক ক্লাসেন। কাটাকে ৪৬ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৮১ রান করে প্রোটিয়াদের একটি ম্যাচ জেতান ক্লাসেন।
সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ১৭ জুন রাজকোটে এবং ১৯ জুন বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সিরিজের পরের দুটি ম্যাচ।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: