ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এখনও বিশ্বকাপ জয়ে অবদান রাখতে পারব, সমালোচনার জবাবে মরগান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২২ ০৪:১৪

ইয়ন মরগান৷ ছবি সংগৃহীত

ইয়ন মরগান৷ ছবি সংগৃহীত

ইয়ন মরগান৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ইয়ন মরগানের বর্তমান সময় মোটেও ভালো যাচ্ছে না৷ পুরনো ছন্দে ফিরতে মরিয়া হলেও ব্যর্থতার পাল্লা ভারি হচ্ছে৷ সর্বশেষ ১৮ টি-২০ ম্যাচে রান করেছেন মোটে ১৮০৷ এমন পরিসংখ্যান নামের সাথে বড্ড মেমানান বলেই শুরু হয়েছে সমালোচনা৷ তবে সেসবে কান দিচ্ছেন না তিনি৷ বলছেন আরেকটি বিশ্বকাপে অবদান রাখতে পারবো৷

মরগান বলেন, 'যখন থেকে আমি অধিনায়ক হয়েছি, তখন থেকেই আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এই মুহূর্তে আমার মনে হয়, একটি বিশ্বকাপ জয়ে আমি এখনও অবদান রাখতে পারি। এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।'

বিজ্ঞাপন

undefined

নিজ পরিকল্পনা নিয়ে এই নেতার ভাষ্য, ওটা (ওয়ানডে বিশ্বকাপ) অনেক দূরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে খেলব আমি। আমার শরীর যেভাবে সায় দেয়... সেভাবেই আমি ভাববো। আমি এখনও মাঠে এবং মাঠের বাইরে নিজেকে নিঙরে দিচ্ছি।'

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো মরগানকে দল থেকে বাদ দেয়ার কোনও পরিকল্পনাই নেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।

মরগানের নেতৃত্বে বর্তমানে নেদারল্যান্ডসের মাটিতে তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷