ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিস্ফোরক ব্যাটিং, রেকর্ড বইয়ে ইংল্যান্ডের ঝড়

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২২ ০৬:৫২

৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাটলার। ছবি: গেটি ইমেজ ৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাটলার। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আমস্টেলভিনের ভিএআর ক্রিকেট গ্রাউন্ডে চলছে, স্বাগতিক নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা। এদিন খর্ব শক্তির নেদারল্যান্ডসের উপর রীতিমতো তান্ডব চালিয়েছেন জস বাটলার-ডেভিড মালানরা। টস জিতে অধিনায়ক পিটার সিলারের বোলিং নেওয়ার সিদ্ধান্তই যেন এদিন কাল হয়ে দাঁড়ায় ডাচদের জন্য। আর তাতেই বিশ্বরেকর্ড গড়ে, একদিনের ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের মালিক এখন ইংলিশরা।

নিজেদের বিশ্ব রেকর্ড ভাঙার দিনে, ইংলিশরা গড়েছে একগাদা রেকর্ডও। এদিন টস হেরে ব্যাট করতে নেমে, ইনিংসের শুরুতেই ওপেনার জেসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ডাচ বোলারদের উপর স্ট্রিম রোলার চালিয়েছেন ফিল্ট সল্ট, ডেভিড মালানরা। তাতেই দু'জনে পেয়েছেন ওয়ানডেতে প্রথম শতকের দেখাও। তবে সবাইকে ছাড়িয়ে জস বাটলার মাত্র ৪৭ বলেই তুলে নেন সেঞ্চুরি, শেষ পর্যন্ত এই বিধ্বংসী ব্যাটার খেলেন দে ড়শ ছাড়ানো ইনিংস। শেষ দিকে ধ্বংসাত্মক ইনিংস খেলা লিভিংস্টোন পেয়েছেন, ইংল্যান্ডের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির দেখা। তাতেই বিশ্বরেকর্ড গড়ে, ৫০ ওভারে ইংলিশরা তুলে ৪৯৮ রান। 

বিশ্বরেকর্ড গড়ার দিনে ইংলিশরা ভেঙেছে নিজেদেরই পুরনো বিশ্বরেকর্ড। ২০১৮ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইয়ন মরগ্যানের দল। এদিন নিজেদের সেই বিশ্ব রেকর্ড ভেঙেই, নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংলিশরা। এর আগে ২০১৬ সালে ওই নটিংহ্যামেই পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান তুলেছিল ইংলিশরা। ফলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের প্রথম তিনটা ইনিংসই এখন ইংলিশদের দখলে।

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়ার দিনে ব্রিটিশরা গড়েছে যত রেকর্ড, সেসবে চোখ রাখা রেখে নেওয়া যাক একবার:

১/ ৪ উইকেটে ইংল্যান্ডের করা ৪৯৮ রান এখন, ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে, ইংলিশরাই করেছিল ৪৮১ রান। এবার লজ্জার সেই বিশ্ব রেকর্ড থেকে অজিদের মুক্তি দিলো নেদারল্যান্ডস। 

২/ নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের করা ৪৯৮ রান, এখন লিস্ট ‘এ’ ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

৩/ নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাত্র ৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ ব্যাটার জস বাটলার। যা ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ৪৬ বলে বাটলারই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি, যা ইংল্যান্ডের ইতিহাসে এখন পর্যন্ত দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। 

৪/ ৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলার পথে, বাটলার এদিন গড়েছেন ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ১৫০ রানের রেকর্ডও। ৬৪ বলে দেড়শ রানের মাইল ফলক স্পর্শ করা বাটলার অল্পের জন্য ভাঙতে পারেনি প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। ক্যারিবীয়দের বিপক্ষে ডি ভিলিয়ার্সের দ্রুততম দেড়শ ছোঁয়ার বিশ্বরেকর্ডটি তাই থেকেছে অক্ষত।

৫/ ক্যারিয়ার সেরা ১৬২ রানের ইনিংস খেলার দিনে, ইংলিশ উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডটিও আজ নিজের দখলে নিয়েছেন বাটলার। এর আগের দুটি রেকর্ডও ছিল বাটলারের দখলেই।

৬/ নেদারল্যান্ডসের বিপক্ষে আজ ইংলিশ ব্যাটারর হাঁকিয়েছেন মোট ২৬টি ছক্কা। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডও। ইংল্যান্ড ভেঙেছে নিজেদের পুরনো রেকর্ড। এর আগে ২০১৯ সালে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ ২৫টি ছক্কা হাঁকিয়েছিল ইয়ন মরগ্যানরা।

৭/ ইনিংসের শেষ দিকে নেমে মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোন। যা ইংল্যান্ডের হয়ে দ্রুততম, সবমিলিয়ে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। ১৬ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানো এবি ডি ভিলিয়ার্স অক্ষুণ্ণ রেখেছেন বিশ্ব রেকর্ডটি।

৮/ ডাচ লেগ স্পিনার ফিলিপের এক ওভারে আজ লিভিংস্টোন তুলেছেন ৩২ রান। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে এক ওভারে এতো রান নেওয়ার নজির নেই আর কারো।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷