ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের অভিযোগ
প্রকাশিত: ১৮ জুন ২০২২ ১৯:২৩

নট আউট ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় অন্যতম পরাশক্তি দলের নাম ভারত৷ এই দলটির খেলোয়াড়ের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের অভিযোগ এনেছেন সাবেক অজি অধিনায়ক টিম পেইন। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে করোনা বিধিনিষেধ অমান্য করে রোহিত শর্মা সহ ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন বলে অভিযোগ তার।
২০২০ সালের নভেম্বরে চার টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল ভারত। ভারতের বিপক্ষে সে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছিলেন পেইন। সম্প্রতি সিরিজটি নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। তথ্যচিত্রে পেইন বলেছেন, ‘ওরা চার-পাঁচ জন গোটা সিরিজটাকে অত্যন্ত ঝুঁকির করে তুলেছিল। যাই খেতে যাক, ওদের আচরণ আমার কাছে খুবই স্বার্থপরের মতো লেগেছিল।’
রেস্তোরাঁয় অনেক মানুষের আনাগোনা থাকে। জৈব বলয় ভেঙে সেখানে খেতে গিয়ে শুধু নিজেদেরই নয়, রোহিতরা অজিদেরও ঝুঁকিতে ফেলেছিল বলে মনে করেন এই উইকেটরক্ষক, ‘বড় দিনের সময় আমরা অনেকেই পরিবারকে ছেড়ে ছিলাম। মাত্র কয়েকজনের জন্য সকলের মধ্যে উদ্বেগ তৈরি হবে, এটা ঠিক নয়। ওই সময় আমাদের অনেক কিছুই ছাড়তে হয়েছিল। একটা দল সব নিয়ম কঠোর ভাবে মেনে চলছিল। অথচ আরেকটা দল নিয়ম হালকা ভাবে নিয়েছিল।’
সেই সিরিজে ভারতের নেতৃত্ব দেওয়া অধিনায়ক আজিঙ্কা রাহানে অবশ্য এসব অভিযোগ আমলে নেননি। তার দাবি, ‘ওরা কেউই রেস্তোরাঁয় খেতে যায়নি। খাবার আনতে গিয়েছিল। খারাপ আবহাওয়ার জন্য হোটেলে ফিরতে পারছিল না। রেস্তোরাঁর ভিতরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু সেই ঘটনাটা খুব খারাপ ভাবে উপস্থাপিত করেছিল ওখানকার সংবাদমাধ্যম।’
ওই সফরে অস্ট্রেলিয়াকে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। তবে হেরে গিয়েছিল ওয়ানডে সিরিজে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: