ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

মরগ্যানের চোখে সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার বাটলার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২২ ০০:৪৯

জস বাটলার৷ ছবি সংগৃহীত জস বাটলার৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বর্তমান ক্রিকেট বিশ্বে যে কয়েকজন ক্রিকেটার দারুণ ছন্দে রয়েছেন তার মধ্যে একজন ইংল্যান্ডের জস বাটলার৷ আইপিএল থেকে জাতীয় দল৷ মাঠ থেকে সংস্করণ দুটি বদলে গেলেও ব্যাট হাতে শতক হাকানো চলমান রয়েছে৷ নেদারল্যান্ডসের বিপক্ষে ৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার৷ আর বাটলারকে সাদা বলের ক্রিকেটে বিশ্বসেরা ক্রিকেটার মনে করছেন দলটির অধিনায়ক ইয়ন মরগ্যান৷

প্রথম ম্যাচের ৩০তম ওভারে নেমে ব্যক্তিগত ইনিংসকে যেমন নিয়ে গেছেন সবার থেকে উপরে, তেমনি দলীয় সংগ্রহে ভেঙেছে নিজেদের রেকর্ড৷ মাত্র ২ রানের জন্য হয়নি দলীয় ৫০০ রানের কীর্তি৷

নেদারল্যান্ডসকে ২৩২ রানের বিশাল ব্যবধানে হারানোর পর মরগ্যান বলেছেন, গত এক-দুই বছর ধরে সে (বাটলার) যেন নিজের আপন ভুবনে খেলছে। এটি দেখতে কখনও তিক্ততা আসবে না আমাদের। অসাধারণ ক্রিকেট খেলছে। সম্ভবত এখন সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার সে।’

নিজের ক্যারিয়ারসেরা ইনিংসের পর বাটলার বলেছেন, ‘আইপিএলটা এর চেয়ে ভালো কাটতে পারতো না আমার। খুব উপভোগ করেছি আমি। সেখান থেকে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এখানে আসার পর মনে হয়েছে আমি ভালো অবস্থায় আছি। এ কারণেই মূলত ভালো খেলতে পেরেছি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷