নিশানকার দাপটে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা
প্রকাশিত: ২০ জুন ২০২২ ০৯:৪৩

নট আউট ডেস্কঃ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের, তৃতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। অজিদের করা ২৯১ রানের জবাবে, প্রাথুম নিশানকার সেঞ্চুরি ও কুশল মেন্ডিনের ঝড়ো ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেল দাসুন শানাকার দল।
কলম্বোয় অস্ট্রেলিয়ার করা ২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, দুই ওপেনার প্রাথুম নিশানকা ও ডিকওয়ালা দলকে দুর্দান্ত শুরু এনে দেন। উদ্বোধনী জুটিতে এই দু'জন যোগ করেন ৪২ রান। ২৫ রান করা ডিকওয়ালাকে ফিরিয়ে, প্রথম আঘাতটা দেন ম্যাক্সওয়েল। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন নিশানকা। দ্বিতীয় উইকেটে দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট।
এই জুটিতে চড়েই দলীয় একশ, দলীয় দেড় শ ও পার করে দেয় তাঁরা। দু'জনই হাফ সেঞ্চুরি তুলে ছুটছিলেন সেঞ্চুরির দিকেই। তবে সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরে থাকতে চোটে মাঠে ছাড়েন মেন্ডিস। ৮ চারে ৮৬ বলে ৮৫ করে রিটায়ার্ড আউট হয়ে ফিরেন তিনি। এরপর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন প্রাথুম নিশানকা। তাতেই জয়ের পথটা মসৃণ হয়ে যায় লঙ্কানদের। এরপর ধনাঞ্জয়াকে নিয়ে দলীয় ২৫০ পার করেন নিশানকা।
২৫ রান করা ধনাঞ্জয়ার বিদায়ে ভাঙে এই জুটি। শেষ দিকে দলকে জয়ের বন্দরে রেখে নিশানকার বিদায়ের পর অধিনায়ক দাসুন শানাকা ফিরেন শূন্য রানে। তবে আসালাঙ্কার ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ক্যারিয়ার সেরা ইনিংসে ১১ চার ও ২ ছক্কায় ১৪৭ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন নিশানকা। অস্ট্রেলিয়ার পক্ষে দুই উইকেট শিকার করেন ঝাই রিচার্ডসন।
এর আগে টস জিতে আগে ব্যাট করে, নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করে অপরাজিত থাকেন ট্রাভিস হেড। এছাড়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ খেলেন ৬২ রানের ইনিংস। অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ৪৯ রান। শেষ দিকে ১৮ বলে ঝড়ো ৩৩ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: