ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শততম ওয়ানডে রাঙালেন রয়, সিরিজ ইংলিশদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২২ ১৯:৫০

৬ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। ছবি: গেটি ইমেজ ৬ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে, স্বাগতিক নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। আমস্টেলভিনে বৃষ্টির কারণে এদিন ম্যাচের দৈর্ঘ নেমে আসে ৪১ ওভারে। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৩৫ রানের সংগ্রহ গড়ে ডাচরা। জবাবে দুই ওপেনার জেসন রয় ও ফিল্ট সল্টেরের হাফ সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় ইংলিশরা। নিজের শততম ওয়ানডেতে ৭৩ রানের ইনিংস খেলা রয় হয়েছেন ম্যাচ সেরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল সফরকারীরা।

আমস্টেলভিনের ভিএআর ক্রিকেট গ্রাউন্ডে ডাচদের ২৩৫ রান টপকাতে নেমে, দুই ওপেনার ইংলিশদের উড়ন্ত সূচনা এনে দেন। প্রথম ওয়ানডেতে বিশ্বরেকর্ড গড়া ইংলিশরা এদিনও রাখে দাপট অব্যাহত। উদ্বোধনী জুটিতে শতাধিক রানের জুটি গড়ে দলকে জয়ের কক্ষপথে রাখেন জেসন রয় ও ফিল্ট সল্ট। দু'জন তুলে নেন হাফ সেঞ্চুরি। দলীয় ১৩৯ রানে রয়ের বিদায়ে ভাঙে এই জুটি। নিজের শততম  ওয়ানডেতে ৬০ বলে ৭৩ রানে (১৩ চার ও ১ ছক্কা) ইনিংস খেলে রাঙান রয়।

দ্বিতীয় উইকেটে ডেভিড মালানকে নিয়ে রান তুলতে থাকে সল্ট। তবে ৯ রানের ব্যবধানে ৩ ইংলিশ ব্যাটারকে ফিরিয়ে লড়াইয়ের আভাস দেয় নেদারল্যান্ডস। ইনিংস সর্বোচ্চ ৭৭ রান করা ফিলিপ সল্টের বিদায়ের পর, টানা দ্বিতীয় ম্যাচেই শূন্য রানে ফিরেন অধিনায়ক ইয়ন মরগ্যান। এরপর ফিরে যান প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া লিয়াম লিভিংস্টোনও। আচমকা এই ঝড় ইংলিশদের কিছুটা অস্বস্তিতে ফেললেও, পঞ্চম উইকেটে দলের হাল ধরেন ডেভিড মালান ও মঈন আলী। 

এই দু'জনের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটিতেই আর কোন উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ৫০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন মালান। ৪০ বলে মঈন খেলেন অপরাজিত ৪২ রানের ইনিংস। নেদারল্যান্ডসের পক্ষে দুইটি উইকেট নেন অরুন দত্ত।

এর আগে টস জিতে নির্ধারিত ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রানের সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান আসে অধিনায়ক এডওয়াডর্সের ব্যাট থেকে। এছাড়া ডি লিড করেন ৩৪ রান। শেষ দিকে ভেন বিক ৩০ ও ১৭ রানের অপরাজিত ইনিংস খেলেন স্যান্টার। ইংল্যান্ডের পক্ষে উইলি ও রশিদের শিকার দুইটি করে উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷