আবারো রমিজ রাজাকে বরখাস্তের গুঞ্জন
প্রকাশিত: ২১ জুন ২০২২ ১৮:০৬

নট আউট ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের বোর্ডের বর্তমান প্রধান রমিজ রাজাকে বরখাস্তের গুঞ্জন প্রকাশ পেয়েছে দেশটির সংবাদ মাধ্যমে৷ সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে জানা যায় চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার জন্য সমর্থন করেছেন দেশটির অনেক উচ্চপদস্থ কর্মকর্তা।
এদিকে এমন গুঞ্জনের পর আবারও মুখ খুলেছেন রমিজ৷ জানিয়ে দিয়েছেন পদত্যাগ কিংবা সরে যাওয়ার কোন ইচ্ছে নেই৷
ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতোমধ্যে রমিজ রাজা প্রসঙ্গে কথা বলেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি, জাকা আশরাফ এবং খালিদ মাহমুদের সঙ্গে কথা বলেছেন।
একটি সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানায়, পিসিবির বোর্ড অব গভর্নেন্স (বিওজি) থেকে রমিজ রাজা এবং আসাদ আলি খানকে সম্ভাব্য অপসারণের সাথে বোর্ডের গঠনতন্ত্রে সংশোধনী নিয়ে আলোচনা হতে পারে। বোর্ডের গঠনতন্ত্রের ৪৭ অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পিসিবির নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন।
সূত্রটি আরও জানায়, পিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সরকার সরাসরি পিসিবি চেয়ারম্যানকে পরিবর্তন করতে পারে না। তবে নতুন সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বসানো পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকে পরিবর্তন করতে আগ্রহী।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানোর পরই পাকিস্তানের মিডিয়ায় গুঞ্জন রটে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব হারাচ্ছেন রমিজ রাজা।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: