ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে চান ম্যাককালাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২২ ১৯:০০

ব্রেন্ডন ম্যাককালাম৷ ছবি সংগৃহীত ব্রেন্ডন ম্যাককালাম৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বর্তমান টেস্ট ক্রিকেটে আলোচনার অনেকটা জুড়ে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ৷ বিশেষ করে ইংলিশ ক্রিকেটারদের পারফরম্যান্সের সাথে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের বুদ্ধিমত্তা৷ টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে চায় এই কোচ৷

ম্যাককালাম যখন দায়িত্ব নিয়েছিলেন তার আগে ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় ছিল মাত্র ১টিতে৷ কতটা খারাপ সময় পার করেছে তা এই পরিসংখ্যানে স্পষ্ট৷ ইংল্যান্ডের টেস্ট দলটাকে ঢেলে সাজানো হয়।

তারই ধারাবাহিকতায় ইংলিশরা ফিরেছে দুই কোচ তত্ত্বে। যেখানে ম্যাকাকালামের দায়িত্বে থাকবেন সাদা পোশাকের দলের ক্রিকেটাররা। এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন তিনি। এবার তিনি টেস্ট ক্রিকেটকে আরও দর্শকপ্রিয় করে তুলতে চান।


ম্যাককালাম বলেন, 'খেলাটি প্রায় ১০০ বছর ধরে চলছে এবং এটি দুর্দান্ত। কিন্তু এখন সময় পাল্টেছে, মানুষ খুব দ্রুত এবং সঙ্গে সঙ্গে ফলাফল চায়। কিছু দেশে টেস্ট ক্রিকেট আগের মতো গুরুত্বপূর্ণ নাও হতে পারে। টেস্ট ক্রিকেট যে এখনও আকর্ষণীয় এবং মানুষ এটি দেখতে চায় তা নিশ্চিত করার চেষ্টা করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।'

ম্যাককালাম সাদা পোশাকের দায়িত্ব নেয়ার পর থেকে এখনও অপরাজিত ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম দুই টেস্টের দুইটাতেই জিতেছে বেন স্টোকসের দল। ম্যাককালাম মনে করেন, একজন কোচ হিসেবে দলের কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।

তিনি বলেন, 'গত দুটি টেস্ট ম্যাচে আমরা যা পেয়েছি, তার চেয়ে বেশি কিছু ড্রেসিংরুমের জন্য আমি চাইতে পারতাম না। তবে এর অনেকটাই অধিনায়কের উপর নির্ভর করে, তার চিন্তা এবং ভাবনাগুলো অনেকটা আমার মতোই।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷