ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বেয়ারেস্টো-ওভারটনে লড়াইয়ে ফিরল ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২২ ২১:৩১

২০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জনি বেয়ারেস্টো ও জেমি ওভারটন। ছবি: গেটি ইমেজ ২০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জনি বেয়ারেস্টো ও জেমি ওভারটন। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ লিডসে নিউজিল্যান্ডের আক্রমণের পাল্লা জবাব দিচ্ছেন দুই ইংলিশ ব্যাটার জনি বেয়ারেস্টো ও জেমি ওভারটন। ৫৫ রানে ৬ উইকেট খুইয়ে বিপাকে পড়া স্বাগতিক ইংল্যান্ড, ওয়ানডে স্টাইলে ব্যাট করে তুলেছে ২৬৪ রান। রেকর্ড গড়া সেঞ্চুরিতে ১৩০ রানে অপরাজিত আছেন জনি বেয়ারেস্টো। তাকে সঙ্গ দেওয়া অভিষিক্ত ওভারটন অপরাজিত ৮৯ রানে। 

সপ্তম উইকেটে ২০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে উদ্ধার করেছেন বেয়ারেস্টো ও ওভারটন। দিনশেষে সফরকারীদের চেয়ে ৬৫ রানে পিছিয়ে স্বাগতিকরা। এর আগে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে কিউইরা প্রথম ইনিংসে করেছে ৩২৯ রান। টানা তিন টেস্টেই সেঞ্চুরি হাঁকানো মিচেল খেলেছেন ১০৯ রানের ইনিংস। টম ব্যান্ডেলের ব্যাট থেকে আসে ৫৫ রান।

লিডসে ৩২৯ রানে পিছিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড, দিনের শুরুতেই ট্রেন্ট বোল্টের তোপের মুখে পড়ে। দলীয় ১৭ রানের মধ্যে তিন ইংলিশ ব্যাটারকে ফেরান বোল্ট। এই পেসারের শিকার হয়ে একে একে ফিরেন অ্যালেক্স লিস (৪), ওলি পোপ (৫)ও জ্যাক ক্রোলিরা (৬)। এরপর চার রানের ব্যবধানে ইনফর্ম জো রুটকে (৫)ফেরান টিম সাউদি। শুরুতেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংলিশদের উদ্ধারের চেষ্টা করেন অধিনায়ক বেন স্টোকস ও জনি বেয়ারেস্টো। 

দলীয় পঞ্চাশ পার করতেই ইংলিশদের ডেরায় জোড়া আঘাত হানেন নিল ওয়েগনার। তাতেই কাটা পড়েন অধিনায়ক বেন স্টোকস (১৮) ও বেন ফোকস (০)। ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে তখন কাঁপছিল ইংল্যান্ড। এরপর অভিষেক টেস্ট খেলতে নামা জেমি ওভারটনকে নিয়ে, কাউন্টার অ্যাটাক করেন নটিংহ্যাম টেস্টে ইংলিশদের জয়ের নায়ক জনি বেয়ারেস্টো। লিডসেও রীতিমতো তান্ডব চালান এই ইংলিশ ব্যাটার। তাকে দারুণ সঙ্গ দেন ওভারটনও। তাতেই দ্বিতীয় দিনে খাদের কিনারা থেকে ফের কক্ষপথে ফিরেছে ইংলিশরা।

রেকর্ড গড়া ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলেছেন জনি বেয়ারেস্টো। ইয়ান বোথামের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে, একশর কম বল খেলে টানা দুই সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন জনি বেয়ারেস্টো। এর আগে ১৯৮১ সালে টানা দুই টেস্টেই একশ'র কম বল খেলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইয়ান বোথাম। শেষ পর্যন্ত ওভারটনকে নিয়ে ইংলিশদের লড়াইয়ে রেখেই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন বেয়ারেস্টো। 

ঝড়ো ব্যাট করা এই ইংলিশ ব্যাটার অপরাজিত আছেন,২১ চারে ১২৬ বলে ১৩০ রান করে। এদিকে ১২ চার ও ২ ছক্কায় ১০৬ বলে অপরাজিত ৮৯ রানে আছেন জেমি ওভারটন। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ওয়েগনারের শিকার দুইটি উইকেট।  

এর আগে ৫ উইকেটে ২২৫ রানে দিন শুরু করা নিউজিল্যান্ডের, প্রথম ইনিংস থেমেছে ৩২৯ রানে। লর্ডস, নটিংহ্যামের পর লিডসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন কিউই তারকা ড্যারিল মিচেল। ৯ চার ও ৩ ছক্কায় ২২৮ বলে ১০৯ রান করেন তিনি। এছাড়া টম ব্যান্ডেলের ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষ দিকে সাউদির ৩৩ রানে ভর করেই দলীয় তিনশ পার করে কিউইরা। ইংল্যান্ডের পক্ষে পাঁচ উইকেট নেন স্পিনার জ্যাক লিচ। স্টুয়ার্ড ব্রডের শিকার তিনটি উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷