'থ্যাঙ্ক ইউ অস্ট্রেলিয়া’
প্রকাশিত: ২৫ জুন ২০২২ ২৩:৪৭

নট আউট ডেস্কঃ আইসিসি ওয়ানডে সুপার লিগের যুগে, এখন আর পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খুব একটা গড়ায়না মাঠে। তবে সদ্য সমাপ্ত স্বাগতিক শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজটি ছিল পাঁচ ম্যাচেরই। গতকাল (২৪জুন) পঞ্চম ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। অবশ্য এতে কোনো লাভ হয়নি অজিদের। জিতে সিরিজ শুরু করা অজিরা, টানা তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে আগেই।
এদিকে শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেও, দ্বীপরাষ্ট্রটিতে সফর করতে এসে প্রশংসায় ভাসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এবার তার বিনিময়ে লঙ্কান সমর্থকরাও ফিরিয়ে দিলেন একরাশ ভালোবাসা। কলম্বোয় প্রেমাদাসায় পঞ্চম ওয়ানডেতে লঙ্কান সমর্থকরা সেজেছিল ভিন্ন সাজে। সেই সাথে অজি ক্রিকেটারদের করতালির মাধ্যমে ও সমর্থন যুগিয়ে ধন্যবাদ জানিয়েছে লঙ্কানরা।
শ্রীলঙ্কান দর্শকদের এমন আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন খোদ অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। করেছেন লঙ্কান সমর্থকদের প্রশংসা। শ্রীলঙ্কার অর্থনৈতিক অস্থিরতার মাঝেও, সমর্থকদের বিনোদনের উপলক্ষ এনে দিতে পারায় বেশ খুশি অজি অধিনায়ক।
গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার দর্শকের প্রশংসা করে ফিঞ্চ বলেন, 'সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কানরা যে কঠিন পরিস্থিতি পার করছে, তা আমাদের জানা আছে। আশা করি, সাদা বলে এই আট ম্যাচে আমরা তাদের কিছুটা হলেও বিনোদন দিতে পেরেছি।'
‘সবমিলিয়ে অসাধারণ ছিল। শ্রীলঙ্কানরা দারুণ। তাদের সমর্থনের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। সমর্থক হিসেবে তারা অসাধারণ। শুধু হইহুল্লোড় করা নয়, ম্যাচের আবেগটাও তারা বোঝে।' যোগ করে বলেন ফিঞ্চ।
উল্লেখ্য, গতকাল অস্ট্রেলিয়া দলকে সমর্থন জানাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পুরোটাই সেজেছিল হলুদ রঙে। দেখে বুঝার উপায় ছিল না, ম্যাচটা ছিল কলম্বোয়। এদিন অ্যাডিলেড কিংবা মেলবোর্নে খেলার মতো স্বাদই পেয়েছে অজিরা। মাঠে খেলা দেখতে আসা লঙ্কান সমর্থকরা প্রায় সবাই হলুদ জার্সি ও হলুদ ব্যানার নিয়ে আসে। কঠিন এই সময় দ্বীপরাষ্ট্রটিতে সফর করায়, 'থ্যাঙ্ক ইউ অস্ট্রেলিয়া’ ব্যানার নিয়ে মাঠে হাজির ছিল কয়েক হাজার লঙ্কান সমর্থক।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: