ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

রমিজ রাজার সঙ্গে যোগাযোগ করেন না ইমরান!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২২ ০৩:৪২

বিশ্বকাপ জয়ী দুই সদস্য৷ ছবি সংগৃহীত বিশ্বকাপ জয়ী দুই সদস্য৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের দৃশ্যপট বদলে দেওয়ার কারিগর রমিজ রাজা৷ দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছেন যোগ্য নেতা হিসেবে৷ তবে ইমরান খানের পদত্যাগের পর কিছুটা চাপে রয়েছেন রমিজ৷ ইতমধ্যে দুইবার পদত্যাগের গুঞ্জন উঠেছে৷ শোনা যাচ্ছে তাকে সরিয়ে নামাজ শেঠি, জাকা আশরাফ কিংবা খালিদ মেহমুদকে পিসিবির দায়িত্ব দেওয়া হতে পারে।

এমন পরিস্থিতিতে রমিজ রাজা জানিয়েছেন পাকিস্তানকে বিশ্বকাপ জয়ী ইমরান খানের সঙ্গে বর্তমানে তার যোগাযোগ নেই৷ তিনি বলেন, ‘ইমরান ভাই আমার সঙ্গে যোগাযোগ করছেন না। অনেকদিন ধরে তার সঙ্গে আমার কথা হয় না।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বন্ধু হলেন রমিজ রাজা৷ বিশ্বকাপ জয়ের সময় ইমরানের নেতৃত্বে খেলেছিলেন তিনি৷ ইমরানের ইচ্ছেতে হয়েছিলেন পিসিবি প্রধান৷

এপ্রিলে ইমরান খানের সরকারের ক্ষমতা ছাড়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে রমিজ রাজাকে সরিয়ে দেওয়া হতে পারে। যেহেতু তিনি ইমরান খানের ঘনিষ্ট। এই গুঞ্জন আরও জোরালো হয় গেল সপ্তাহে যখন পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মেহমুদ বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন। অবশ্য রমিজও চেষ্টা করছেন বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করার।

এ বিষয়ে রমিজ বলেন, ‘আসলে জল্পনা-কল্পনার মধ্যে বসবাসের কোনো মানে নেই। আমি বিশ্বাস করি রাজনীতির উর্ধ্বে উঠে দায়িত্ব পালন করে যাওয়া দরকার। আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক। তার সঙ্গে আমরা সাক্ষাতের সময় চেয়েছি। তিনি সময় দিলে আমাদের কাজের বিস্তারিত তার কাছে তুলে ধরবো। আসলে এখানে ইগোর কিছু নেই। আমরা সবাই মিলে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই।’


তিনি আরও বলেন, ‘যদি পিসিবির গঠনতন্ত্রে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার কোনো ধারা থাকে, তাহলে আপনারা সেটা নিয়ে এগিয়ে যেতে পারেন। অন্যথায় কারও ব্যক্তিগত ইচ্ছা পূরণের সুযোগ নেই ক্রিকেটের উন্নয়নকে পাশ কাটিয়ে। বল এখন প্রধানমন্ত্রীর কোর্টে।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷