ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আইপিএলকে সুবিধা দিলে ক্ষতি হবে অন্য বোর্ডগুলোর : রমিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২২ ২৩:১৩

রমিজ রাজা৷ ছবি সংগৃহীত রমিজ রাজা৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সম্প্রচার সত্ব আগামী পাঁচ বছরের জন্য নিলামে তুলে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলা হয়ে গেছে আইপিএলের ম্যাচ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি ম্যাচে আয় ১১০ কোটি টাকারও বেশি৷ সম্প্রচার সত্ব বিক্রির পর আইপিএলের সময় বাড়ানো এবং আলাদা উইন্ডো চান বলে দাবি করেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ৷

আইসিসি এমন প্রস্তাবে রাজি হলে বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেন পিসিবি প্রধান রমিজ রাজা৷ আইসিসি সভায় এ বিষয়ে নিজের মতামত রাখবে বলে গণমাধ্যমকে জানান তিনি৷

রমিজ বলেন, আইপিএলকে যদি আড়াই মাসের আলাদা উইন্ডো দেওয়া হয় তবে ক্ষতির শিকার হবে অন্যান্য বোর্ডগুলো।বিশ্ব ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছে আইসিসি। তারা যদি আড়াই মাস আইপিএলকে দেয়, তার মানে অন্য কেউ বঞ্চিত হবে। আমরা বঞ্চিত হব। আইসিসির কনফারেন্সে এই বিষয়ে আমি নিজের মতামত রাখব৷

আন্তর্জাতিক ক্রিকেটের সব নামি-দামি ক্রিকেটারকে পাওয়ার জন্য আইপিএলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আড়াই মাসের উইন্ডোর দাবি করেন জয় শাহ৷ তবে , ‘আনুষ্ঠানিকভাবে আইপিএলের উইন্ডো বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি।


-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷