ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আইরিশদের হারাল পান্ডিয়ার ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২০:৫৭

হ্যারি টেক্টর খেলেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। ছবি: গেটি ইমেজ হ্যারি টেক্টর খেলেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সাদা ও লাল বলের উভর ফরম্যাটের ক্রিকেট খেলতে, ভারতীয় দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। এদিকে অন্য আরেকটি দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন অবস্থান করছে আয়ারল্যান্ডে। যে দলের নেতৃত্বে সদ্য আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ডাবলিনে গত কাল শুরু হয়েছে দুই ম্যাচের সিরিজ। যেখানে বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত।

ডাবলিনে এদিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। ফলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে। টস হেরে আগে ব্যাট করে হ্যারি টেক্টরের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১০৮ রানের সংগ্রহ গড়ে স্বাগতিকরা। জবাবে দীপক হুডার ব্যাটে সহজেই তা টপকে যায় ভারত। এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।

এদিন আইরিশদের দেওয়া ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইশান কৃষানের ব্যাটে উড়ন্ত সূচনা করে ভারত। তবে দলীয় ৩০ রানের মাথায় জোড়া উইকেট তুলে ভারতকে বড় ধাক্কা দেন ক্রেইগ ইয়াং। ফেরান ১১ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলা ইশান ও শূন্য রান করা সূর্যকুমার যাদবকে। এরপর কাপ্তান হার্দিক পান্ডিয়াকে নিয়ে দলকে জয়ের কক্ষপথে রাখেন হুডা। তৃতীয় উইকেটে দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। 

দলকে জয়ের বন্দরে রেখে জশুয়া লিটিলের শিকার হয়ে ফিরেন পান্ডিয়া। ১ চার ও ৩ ছক্কায় ১২ বলে ২৪ রান করেন ভারতীয় অধিনায়ক। পান্ডিয়া ফিরলেও দীপক হুডার ব্যাটে ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত। ৬ চার ও ২ ছক্কায় ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন দীপক হুডা। ৫ রানে অপরাজিত থাকেন কার্তিক।

এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান করে আয়ারল্যান্ড। দলের পক্ষে ৬ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ঝড়ো ৬৪ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। এছাড়া টাকারের ব্যাট থেকে আসে ১৮ রান। ভারতের পক্ষে একটি করে উইকেট শিকার করেন চাহাল, পান্ডিয়া, ভুবনেশ্বর ও আভেশ খান।

 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷