আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা মরগ্যানের!
প্রকাশিত: ২৮ জুন ২০২২ ০৫:৪১

নট আউট ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ভাষ্যমতে, চলতি সপ্তাহেই মরগ্যান বাজিয়ে ফেলবেন নিজের বিদায়ের ঘণ্টাটা। মূলত, ফিটনেস ইস্যুতেই ৩৫ বছর বয়সী মরগ্যান খেলা চালিয়ে যেতে অপারগ। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবী মরগ্যান বিদায়ের ঘোষণা দিলে, ইংল্যান্ডের রঙিন পোশাকের নতুন নেতা হতে পারেন জস বাটলার কিংবা মঈন আলীর, দু'জনের যেকোনো একজন।
এক-এ ত দীর্ঘদিন ধরেই ফর্মে নেই ইয়ন মরগ্যান, তার উপর নিজের ফিটনেস ইস্যু নিয়ে বেশ চিন্তিত ইংলিশ অধিনায়ক। সবশেষ নেদারল্যান্ডস সফরে যেখানে ইংলিশ ব্যাটাররা করেছেন রান উৎসব, সেখানে কেবল ব্যতিক্রম ছিলেন মরগ্যান। ডাচদের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়ার ম্যাচে মরগ্যান ফিরেছিলেন রানের খাতা খোলার আগেই। দ্বিতীয় ওয়ানডেতেও হয়েছিল একই দশা, ফিরেন শূন্য রানে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ‘গ্রোয়েনের ইনজুরিতে নামতেই পারেননি মাঠে।
নেদারল্যান্ডস সফরে নিজের ভরাডুবির পরই, কঠিন এই সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছেন মরগ্যান। ইংলিশ অধিনায়কের কাছের কিছু সূত্র থেকে এমনটা জানতে পেরেছে ‘দ্য গার্ডিয়ান’। এদিকে কদিন আগে মরগ্যান নিজেই বলেছেন, ‘যখন আমার মনে হবে যে, আমি সেরাটা দিতে পারছি না, দলে অবদান রাখতে পারছি না, তখনই আমি নিজ থেকে সরে দাঁড়াব।’
উল্লেখ্য, ইংল্যান্ড ক্রিকেটের সোনালী যুগের রুপকার বলা হয়ে থাকে ইয়ন মরগ্যানকে। ভঙ্গুর ইংল্যান্ডকে নিজের বাহুবলে বানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা দল। তার হাতে ধরেই ২০১৯ সালে অধরা বিশ্বকাপ জয় করে ইংলিশরা। তবে সাম্প্রতিক ফর্মটা পক্ষে কথা বলছে না মরগ্যানের। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা মরগ্যানের ভবিষ্যৎ কি, তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: