ক্রিকেটকে বিদায় জানালেন মরগ্যান
প্রকাশিত: ২৯ জুন ২০২২ ০৫:১৮

নট আউট ডেস্কঃ গত সপ্তাহেই ইংল্যান্ডকে আরেকটি বিশ্বকাপ জেতাতে চান বলে, নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। তবে নেদারল্যান্ডস সফর শেষ হতে না হতেই, গুঞ্জন উঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলছেন মরগ্যান। গুঞ্জন উঠার একদিনের মাথায় আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ অধিনায়ক। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দীর্ঘদিন ধরেই রান খরায় ভুগছিলেন মরগ্যান, সঙ্গে নতুন করে যুক্ত করে হউ ফিটনেস ইস্যু। তাই ৩৫ বছর বয়সী মরগ্যান আন্তর্জাতিক ক্রিকেটকে জানাচ্ছেন বিদায়, গতকাল (২৮) এমন খবরই চাউর করে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। এক বিবৃতিতে দ্য গার্ডিয়ানের তরফে জানানো হয়, অবসরের চিন্তাভাবনা করছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। এ সপ্তাহেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।
এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে, এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়ে মরগ্যান বলেন, ‘সুচিন্তিত বিবেচনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যদিও এই সিদ্ধান্ত নেয়াটা আমার পক্ষে সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি, সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। নিজের এবং দলের জন্য এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।'
এই সময় বর্নিল এই ক্যারিয়ারের জন্য! পরিবার, সতীর্থ, কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানান মরগ্যান। তিনি আরও বলেন, ‘সবার সমর্থন এবং অনুপ্রেরণা ছাড়া এ জার্নি সম্ভব হতো না।’
জন্মভূমি আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে মরগ্যানের অভিষেক হলেও, পরবর্তীতে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। এরপর ইংল্যান্ডের হয়ে জিতেন ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপও। পরবর্তী সময়ে সাদা বলের ক্রিকেটে ইংলিশদের নেতৃত্ব পান তিনি। মরগ্যানের হাতে ধরেই বদলে যায় ইংল্যান্ড ক্রিকেট। তার নেতৃত্বেই প্রথম অধরা ওয়ানডে বিশ্বকাপ (২০১৯ সালে) জিতে ইংল্যান্ড। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর নেতৃত্বে ফাইনাল খেলে ইংলিশরা।
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি এবং সবচেয়ে বেশি রানও করেছেন। ওয়ানেডেতে খেলেছেন মোট ২৪৮ ম্যাচ। রান করেছেন ৩৯.২৯ গড়ে ৭৭০১। ১৪টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪৭টি হাফ সেঞ্চুরি।
টি-টোয়েন্টি খেলেছেন ১১৫টি। ২৮.৫৮ গড়ে এবং ১৩৬.১৭ স্ট্রাইকরেটে রান করেছেন ২৪৫৮। সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি করেছেন ১৪টি।
ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা ছাড়াও অধিনায়ক হিসেবেও বেশ সফল ছিলেন মরগ্যান। তাঁর নেতৃত্বে প্রায় দুই শতাধিক ম্যাচ খেলেছে ইংলিশরা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মরগ্যান চালিয়ে যেতে চান ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: