রোচ তরুণ পেসারদের অনুপ্রাণিত করেছে: সিমন্স
প্রকাশিত: ২৯ জুন ২০২২ ২২:৫২

নট আউট ডেস্ক: বাংলাদের বিপক্ষে সাদা পোষাকের সিরিজে অনিশ্চিত ছিল কেমার রোচ৷ অ্যান্টিগায় প্রথম ম্যাচ শুরুর কয়েকঘন্টা আগে দলে যুক্ত হয় এই দ্রুতগতির বোলার৷ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার পেছনে বড় ভূমিকা রয়েছে তার৷ দুই ম্যাচে দশ উইকেট নেওয়ার পাশাপাশি পূরণ করেছে ২৫০ উইকেট৷ তবে সব ছাড়িয়ে তরুণদের অনু্প্রাণিত করার কারনে বিশেষভাবে সিমন্সের কৃতিত্ব পাচ্ছেন তিনি৷
সিমন্স বলেন, 'ফাস্ট বোলারদের আরও জোরে বল করতে রোচ সাহায্য করেছে। তরুণ যেসব ফাস্ট বোলার আছে, তাদের ওপর রোচের যথেষ্ট প্রভাব আছে। সিনিয়র হিসেবে সে তার ভূমিকা খুব ভালো করে বুঝে নিয়েছে। এটা মাঠেও দেখা যাচ্ছে।'
'আপনি দেখতে পাবেন, সে প্রায়ই বোলারদের সাথে কথা বলছে। আমি মনে করি, তরুণ পেসারদের সে দারুণভাবে প্রভাবিত করেছে। গুরুত্বপূর্ণ সময়ে সে নিজেও উইকেট নিচ্ছে। সে অনেক গতিতে বোলিং করে না। তবে সে ঠিক জায়গাতেই বল করে।'
এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে তিন শতাধিক উইকেট পেয়েছেন কেবল চার জন বোলার। তারা হলেন কোর্টনি ওয়ালশ (৫১৯ উইকেট), স্যার কার্টলি অ্যামব্রোস (৪০৫), ম্যালকম মার্শাল (৩৭৬) ও ল্যান্স গিবস (৩০৯)।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: