গলে দাপট দেখাচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া
প্রকাশিত: ৩০ জুন ২০২২ ১০:১৮

নট আউট ডেস্কঃ গলে শুরু হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজ। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটায় দাপট দেখিয়েছে সফরকারীরাই। স্বাগতিকদের মাত্র ২১২ রানে আটকে দিয়ে, ৯৮ রান তুলে শেষ করেছে দিনের খেলা। পিছিয়ে এখনো ১১৪ রানে।
গলে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই অজি বোলারদের তোপে চাপে পড়ে দলটি। দলীয় পঞ্চাশ পার করার আগেই স্বাগতিকরা হারায় ওপেনার প্রাথুম নিশানকা (২৩) ও কুশল মেন্ডিসের (৩) উইকেট। এরপর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে এই জুটি বড় হওয়ার আগেই উইকেট উৎসব শুরু করে নাথান লায়ন।
২৮ রান করা লঙ্কান কাপ্তানকে দিয়ে দিনের শুরুটা করেন এই অজি স্পিনার। এরপর একে একে লঙ্কান শিবিরে আঘাত হানেন আরও চারবার। তাতেই দলীয় দুইশ পার হতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাকিদের ব্যর্থতার দিনে স্রোতের বিপরীতে হাঁটেন ডিকভেলা। তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে এক রমেশ মেন্ডিস ছাড়া পান নি কারো সঙ্গ। দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। শেষ পর্যন্ত ২১২ রানেই থামে লঙ্কানদের প্রথম ইনিংস।
স্বাগতিকদের পক্ষে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে আসে ৩৯ রান। রমেশ মেন্ডিসের ২২ রানের কল্যাণে দলীয় দুইশ পার করে তাঁরা। দলীয় সর্বোচ্চ ৫৮ রান আসে ডিকভেলার ব্যাট থেকে। ক্যারিয়ারের ২০তম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেন অজি স্পিনার নাথান লায়ন। এছাড়া মিচেল সুয়েপসনের শিকার তিনটি উইকেট।
জবাব দিতে নেমে শুরু থেকে ওয়ানডে মেজাজে রান তুলতে থাকে অজিরা। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ২৫ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাতটা দেন মেন্ডিস। এরপর ল্যাবুশেনকে নিয়ে দিনের খেলা শেষ করার পূর্বপ্রস্তুতি নিচ্ছিল খাজা। তবে ফের অজিদের ডেরায় আঘাত হানেন মেন্ডিস। তাতেই ১৩ রানে কাটা পড়েন ল্যাবুশেন। এরপর শেষ বিকেলে স্টিভ স্মিথের মহাগুরুত্বপূর্ণ উইকেটটিও হারায় অজিরা। ৬ রানে রান আউটে কাটা পড়েন তিনি।
এরপর ট্রাভিস হেডকে নিয়ে নির্বিঘ্নে দিনের খেলা শেষ করেন খাজা। শেষ পর্যন্ত প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে অজিরা সংগ্রহ করেছে ৯৮ রান। ৫ চারে ৪৭ রানে অপরাজিত আছেন উসমান খাজা। ৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন হেড।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: