ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বাবরকে ছাড়া জীবন কল্পনা করতে পারছেন না রমিজ রাজা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ১৯:০০

পিসিবি প্রধান ও পাক অধিনায়ক৷ ছবি সংগৃহীত পিসিবি প্রধান ও পাক অধিনায়ক৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ভারত-পাকিস্তান মানেই যেন বড় ধরণের স্নায়ু যুদ্ধ৷ ক্রিকেট কিংবা রাজনীতি উভয় ক্ষেত্রেই এটি বিরাজমান৷ বাইশ গজের লড়াইয়ে ভারত যখন একের পর এক অধিনায়ক পরিবর্তন করছে তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ করে রমিজ রাজার পুরো আস্থা বাবর আজমের প্রতি৷ বাবরকে ছাড়া জীবন কল্পনাও করতে পারেননা বলে মন্তব্য করেন তিনি৷

গত এক বছরে ভারতের অধিনায়ক পরিবর্তনের সংখ্যা ৬৷ ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্ট তা হবে ৭৷ ভারত যদিও এভাবে অধিনায়ক পরিবর্তন করছে তবে সেসব কিছু ভাবছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড৷

বাবর আরও বেশ কয়েক বছর খেলবেন এবং দলকে নেতৃত্ব দিবেন তা বলাই বাহুল্য৷ কারন বাবরের বয়স সবেমাত্র ২৭৷ তবুও বিকল্প আছে কি না এমন প্রশ্নের জবাবে রমিজ রাজ বলেন, ‘আমি এসব নিয়ে তো কোনো চিন্তাই করছি না। কারণ, আমি তো বাবর আজম ছাড়া জীবনই কল্পনা করতে পারছি না।’ রমিজের এই উত্তরে স্বাভাবিকভাবেই সবাই খুব মজা পেয়েছিলেন এবং সমস্বরে হেসে উঠেছিলেন।

ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাবর। ২০২২ সালে তার গড় ৯১.৪০। তিনটি শতরান করে ফেলেছেন। একদিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র‌্যাংকিংয়ে রয়েছেন শীর্ষ স্থানে। টেস্টে রয়েছেন চতুর্থ স্থানে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর।

ইমরান খানের সরকার পতনের পর রামিজের পিসিবি চেয়ারম্যান পদ ধরে রাখার ব্যাপারেও কিছু শঙ্কা দেখা গিয়েছিল। রামিজ যদিও তা মানতে নারাজ। সাংবাদিকদের তিনি বলেন, ‘আশঙ্কা আপনাদের রয়েছে। আমার মনে কোনও আশঙ্কা নেই। আমি জানি কোনও পরিবর্তন হবে না।’ ভবিষ্যতে তাকে ধারাভাষ্যকার হিসাবেও আর দেখা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন রমিজ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷