প্রথমবার নেতৃত্বেই জরিমানা গুনলেন বুমরাহ
প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ০৮:০৯

নট আউট ডেস্ক: ইংল্যান্ডের কাছে এজবাস্টন টেস্টে ৭ উইকেটে ভারতের হারের যন্ত্রণা আরও বাড়িয়ে দিলো স্লো ওভার রেটিংয়ের শাস্তি। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি পয়েন্টও হারালো তারা। তাতে করে পাকিস্তানের উন্নতি হলো পয়েন্ট তালিকায়।
ভারতকে এই শাস্তি আরোপ করেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন। নির্ধারিত সময়ের মধ্যে তারা বোলিংয়ে দুই ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী প্রতি ওভারের জন্য ফিল্ডিং দলকে ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা গুনতে হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা যাবে। তাতে করে ভারতের মোট পয়েন্ট থেকে দুটি খোঁয়া গেলো।
ভারতের এই ম্যাচের অধিনায়ক যশপ্রীত বুমরা অপরাধ স্বীকার করেছেন। একই সঙ্গে শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন নেই।
ম্যাচে ইংল্যান্ডকে ৩৭৮ রানের রেকর্ড রানের লক্ষ্য দিয়েছিল ভারত। কিন্তু জনি বেয়ারস্টো ও জো রুটের অপরাজিত সেঞ্চুরিতে হাতছাড়া করে ম্যাচ। তাতে করে সিরিজও জেতা হলো না তাদের। পাঁচ ম্যাচের সিরিজ ২-২ এ ড্র হয়েছে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: