কেপিএল নিয়ে ভারতকে আফ্রিদির চ্যালেঞ্জ
প্রকাশিত: ৯ জুলাই ২০২২ ০৮:২৮

নট আউট ডেস্ক: ক্রিকেট ছেড়েছেন বেশ কয়েক বছর আগে৷ তবে এখন কাজ করছেন ক্রিকেট নিয়েই৷ আসন্ন পাকিস্তান জুনিয়র লিগে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবে শহীদ আফ্রিদি৷ বিভিন্ন কাজেই আলোচনায় থাকা আফ্রিদি এবারে আলোচনায় এসেছে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে৷
কাশ্মীরের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে কথা বলতে গিয়ে প্রতিবেশী ভারতকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
টুর্নামেন্টের বিরোধিতাকারী ভারতকে কোনো বার্তা দিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে আফ্রিদি প্রতিবেশীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, ‘বিসিসিআইয়ের কাছে আমার একমাত্র বার্তা হল কেপিএল ২ হচ্ছে।’
গত বছর প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। কাশ্মীরের পাকিস্তান অংশের মুজাফফরাবাদে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে চলমান বিবাদের কারণে সেখানে এই টুর্নামেন্ট আয়োজনের বিরোধিতা করেছে বিসিসিআই।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: