সূর্যকুমারের শতকেও ভারতের হার
প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ১৮:৪৬

নট আউট ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা ভারতীয় দল হেরেছে তৃতীয় টি-টোয়েন্টিতে৷ তবে এদিন সব আলো নিজের করে নিয়েছে সূর্যকুমার যাদব৷ ৪৮ বলে করেছেন সেঞ্চুরি৷ শেষ পর্যন্ত ৫৫ বলে ১৪ চার ও ৬ ছক্কায় ১১৭ রান করেন তিনি।
ইংল্যান্ডের হয়ে পেসার রিচ টোপলে ২২ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন ডেভিড উইলি ও ক্রিস জর্ডান।
এর আগে প্রথম ইনিংসে তাদের হয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টোন। মালান ৩৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৭ রান করেন। লিভিংস্টোন ২৯ বলে ৪ ছক্কায় করেন ৪২ রান। শুরুতে জেসন রয় ২৭ ও জস বাটলার ১৮ রান করে অবদান রাখেন।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অপেক্ষায়। ১২, ১৪ ও ১৭ জুলাই তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ওভাল, লর্ডস ও ম্যানচেস্টারে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: